
ইউটিউবে ট্রেলার প্রকাশের পর আলোচনায় এসেছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘স্কুল গ্যাং’এর তৃতীয় সিজন। প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই ট্রেলারটি সামাজিকমাধ্যমে বেশ সাড়া ফেলেছে।
দর্শকদের অনেকে বলছেন, এবারের সিজন আগের দুই সিজনের তুলনায় তুলনামূলক বড় পরিসরে নির্মাণের ইঙ্গিত দিয়েছে। ট্রেলারের বিভিন্ন দৃশ্যে সেই আভাস পাওয়া যায়।
প্র্যাংক কিং টিমের সাথী, মিরাজ, শান্ত, লামহা, রাফসান, রাজসহ পরিচিত মুখগুলোর সঙ্গে এই সিজনে যুক্ত হয়েছেন ফজলুর রহমান বাবু, দীপা খন্দকার, শহীদুজ্জামান সেলিম, মান্নাত মুন্না ও প্রত্যয় হিরোন। তাদের উপস্থিতি ট্রেলারে কিছু নতুন সংযোজন এনেছে।
নির্মাতা আর্থিক সজীব জানান, এই সিজনে কিছু পরিবর্তন আনার চেষ্টা করেছেন তারা। গল্প, লোকেশন ও কয়েকটি দৃশ্য নির্মাণে সেই পরিবর্তনের চেষ্টা ছিল।
প্রকাশের আগেই ট্রেলারকে ঘিরে যে আলোচনা তৈরি হয়েছে, তাতে মনে করা হচ্ছে—মুক্তির সময় ‘স্কুল গ্যাং সিজন ৩’ নিয়ে আরও কিছু নতুন তথ্য সামনে আসতে পারে।