News update
  • UN Chief Urges Urgent Global Action for Peace Amid Conflicts     |     
  • LDC graduation: Businesses urge BNP to seek 3-year deferment     |     

ফের ঢাকার মঞ্চে ‘আমিনা সুন্দরী’

গ্রীণওয়াচ ডেস্ক শিল্প-কারুশিল্প 2023-01-26, 4:04pm

resize-350x230x0x0-image-209092-1674721367-4e33e334039f5d4ba0a7eb2909cff5e31674727459.jpg




প্রায় এক বছর বিরতির পর ঢাকার মঞ্চে ফিরছে থিয়েটার আর্ট ইউনিটের সাড়া জাগানো নাটক ‘আমিনা সুন্দরী’। আগামী শনিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে অনুষ্ঠিত হবে নাটকটির প্রদর্শণী।

চট্টগ্রামের প্রচলিত লোকগাঁথা নছর মালুম ও ভেলুয়া সুন্দরী অবলম্বনে ‘আমিনা সুন্দরী’ নাটকটি লিখেছেন প্রয়াত নাট্যবক্তিত্ব এস এম সোলায়মান। রোকেয়া রফিকের নির্দেশনায় ঢাকার মঞ্চের নন্দিত নাটকটি দেশ-বিদেশে মঞ্চায়িত হয়ে বেশ প্রশংসা কুড়িয়েছে।

‘আমিনা সুন্দরী’ নাটকের মূল উপজীব্য বাঙালি নারীর প্রেম ও পুরুষ শাসিত সমাজে নারীর প্রতি পুরুষের প্রবঞ্চনা। পতিনিষ্ঠ আমিনা সুন্দরীর স্বামী নছর পেশায় ব্যবসায়ী। ব্যবসার উদ্দেশ্যে পাড়ি জমায় ভিনদেশে। স্বামীর এই বিদায় আমিনার জীবনে নেমে আসে বিভীষিকা। নছর ভিনদেশি নারীকে বিয়ে করে সংসার বাঁধে। আমিনা নানা ঘাত-প্রতিঘাতের পর বন্দি হয় এক সওদাগরের ঘরে। প্রবল প্রতিকূলতার মুখোমুখি হয়েও আমিনা স্বপ্ন দেখে বেঁচে থাকার, দীপ্তকণ্ঠে সে বলে, ‘জীবন তো একটাই। সুখ-দুঃখ, হাসি-কান্না সব এই এক জীবনের মধ্যে। জীবন শেষ তো বেবাক শেষ।’

নাটকটিতে অভিনয় করছেন সেলিম মাহবুব, কামরুজ্জামান মিল্লাত, সঙ্গীতা চৌধুরী, অপ্সরা মৌ, পল্লবী, ফরিদা লিমা, কামাল রায়হান, শিল্পী চৌধুরী, রেজাউল সুজন, ফেরদৌস আমিন বিপ্লব, হাসনাত প্রদীপ, নুরুজ্জামান বাবু, স্বাধীন শাহ, হাসনাত প্রদীপ, নীল চৌধুরী, চন্দন রেজা প্রমুখ।

থিয়েটার আর্টের ১২তম প্রযোজনা ‘আমিনা সুন্দরী’। এই মিউজিক্যাল ড্রামাটির প্রথম প্রদর্শনী হয়েছিল ২০০৭ সালে। তথ্য সূত্র আরটিভি নিউজ।