News update
  • UN Chief Urges Urgent Global Action for Peace Amid Conflicts     |     
  • LDC graduation: Businesses urge BNP to seek 3-year deferment     |     

কুয়াকাটায় সরকারি খাস জমি দখল করে দুই শতাধিক অবৈধ স্থাপনা নির্মান

ভূমি 2025-09-21, 11:43pm

at-least-200-structured-have-been-erected-on-government-khas-land-by-infuentials-56ecb205cf92e21890b9469bc9029a3c1758476624.jpg

At least 200 structured have been erected on government khas land by infuentials.



পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটায় সড়কের দুই পাশের সরকারী খাস জমি দখল করে নির্মান করা হয়েছে প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা। এছাড়া আবাসিক হোটেলের ময়লা পানি ও বর্জ্য ফেলা হচ্ছে সৈকতে।  এতে শ্রীহীন হয়ে পড়ছে একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয়, সূর্যাস্ত দর্শনে প্রসিদ্ধ কুয়াকাটা সমুদ্র সৈকত। 

গত বছরের ৫ আগষ্টের পর স্থানীয় প্রভাবশালী মহল অবৈধভাবে এসব স্খাপনা নির্মান করে। এতে বেদখল হয়ে গেছে সরকারের পর্যটন হলিডে হোমস থেকে কুয়াকাটা চৌরাস্তা পর্যন্ত মহাসড়কের দুই পাশ, চৌরাস্তা থেকে সৈকতের জিরো পয়েন্টের দুই পাশ,  চৌরাস্তা থেকে পশ্চিম ও পূর্ব পাশের সড়কের দুই পাশ এবং সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশ। 

এছাড়া প্রতিনিয়ত গভীর রাতে জিরো পয়েন্ট লাগোয়া বেশ কয়েকটি আবাসিক হোটেলের ময়লা পানি ও বর্জ্য ফেলা হচ্ছে সৈকতে। তাই দখল এবং দূষনে বিনষ্ট হচ্ছে কুয়াকাটার পরিবেশ। 

কুয়াকাটা হোটেল মোটেল অউনার এসোসিয়েশন সভাপতি আব্দুল মোতালেব শরীফ জানান, এই সকল অবৈধ স্হাপনায় কুয়াকাটার সৌন্দর্য নষ্ট হয় এবং জানযটের সৃষ্টি হয়।ইতোপূর্বে আমরা বিভাগীয় কমিশনার স্যারকে বলেছি।তিনি কুয়াকাটা পৌর প্রশাসককে ব্যাবস্হা নিতে বলেছেন।

কুয়াকাটা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক বলেন, এসকল অবৈধ দখলদারদের দ্রুত সময়ের মধ্যে উচ্ছেদের জন্য পদক্ষেপ নেয়া হবে। - গোফরান পলাশ