News update
  • UN Chief Urges Urgent Global Action for Peace Amid Conflicts     |     
  • LDC graduation: Businesses urge BNP to seek 3-year deferment     |     

এক নজরে সিনচিয়াং

ওয়াং হাইমান ঊর্মি পর্যটন 2023-01-26, 4:57pm

whatsapp-image-2023-01-26-at-16-fb00aa7f6448cbfa6900696a3b8b5c2c1674730660.jpg




সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের সংক্ষিপ্ত নাম হচ্ছে ‘সিন’। 

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের সীমান্ত অঞ্চলে এর অবস্থান। মঙ্গোলিয়া, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, এবং চীনের কানসু, ছিংহাই ও তিব্বতের সঙ্গে সিনচিয়াংয়ের সীমান্ত আছে।

গোটা সিনচিয়াংয়ের আয়তন ১৬ লাখ ৬০ হাজার বর্গকিলোমিটার। আয়তনের দিক দিয়ে এটি চীনের সবচেয়ে বড় প্রদেশ। প্রদেশটির লোকসংখ্যা ২ কোটি ২০ লাখ ৩০ হাজার। এখানে বাস করে অনেকগুলো জাতি। এসব জাতির মধ্যে আছে উইগুর, হান, কাজাক, হুই, কিরগিজ, মঙ্গোলিয়ান, রুশ, সিব,  (Sib), তাজিক, উজবেক, তাতার, তাউর (Daur) ও মান।

  সিনচিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে ২টি প্রিফেকচার পর্যায়ের শহর, ৫টি স্বায়ত্তশাসিত প্রিফেকচার, ৭টি এলাকা, ২২টি কাউন্টি-পর্যায়ের শহর, ৬২টি সাধারণ জেলা, ৬টি স্বায়ত্তশাসিত জেলা এবং ১১টি মিউনিসিপাল জেলা আছে। সিনচিয়াংয়ের রাজধানী উরুমচি।

সিনচিয়াং পাহাড়-পর্বতে ঘেরা। এর দক্ষিণ ও পশ্চিম-দক্ষিণে পামির মালভূমি, কারাকোরাম রেঞ্জ  (Karakorum Range), খুনলুন পর্বত ও আলতুন (Altun) পর্বত; উত্তর ও পূর্ব-উত্তরে আলতাই পর্বতমালা (the Altai Mountains) ও বেটিক (Baytik) পর্বত;  এবং মধ্যাঞ্চলে থিয়ানশান পর্বত (Tianshan Mountain traverses) অবস্থিত।

  সিনচিয়াংয়ের পর্বতের শীর্ষস্থানগুলো সারাবছরই তুষারে আবৃত থাকে। কারাকোরাম রেঞ্জের কোগির (Qogir) সমুদ্রপৃষ্ঠ থেকে ৮৬১১ মিটার উঁচুতে অবস্থিত। এটি সিনচিয়াংয়ের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। থিয়ান শান পর্বত দক্ষিণ সিনচিয়াং ও উত্তর সিনচিয়াংয়ের মাঝখান দিয়ে বয়ে গেছে। উত্তর সিনচিয়াংয়ে আছে জানগার বেসিন (Junggar Basin) এবং দক্ষিণ সিনচিয়াংয়ে তারিম বেসিন (Tarim Basin)। ‘হামি’ এবং ‘থু লু ফান’ বেসিন এই অঞ্চলে পূর্ব সিনচিয়াং নামে পরিচিত। তা ছাড়া, ‘ইয়ান ছি’ ও ‘পাই ছেং’-সহ অন্যান্য বেসিনও রয়েছে সিনচিয়াংয়ে। ৫ লাখ ৩০ হাজার বর্গকিলোমিটার ‘তালিমু’  বেসিন হচ্ছে চীনের সর্বোচ্চ বেসিন। আর সিনচিয়াংয়ের কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত তাকলামাকান মরুভূমি হচ্ছে চীনের সর্বোচ্চ মরুভূমি।

সিনচিয়াংয়ে অনেক নদী আছে। ‘এরছিসি’, ‘তালিমু’, ‘ই লি’, ‘উলুনকু’, ‘মানাসি’, ‘খাইতু’, ‘আখ্যসু’, ‘ইয়েএরছিয়াং’ এবং ‘হ্য থিয়ান’, ইত্যাদি নদী বয়ে গেছে সিনচিয়াংয়ের বুকের উপর দিয়ে। ‘তালিমু’ নদী হচ্ছে চীনের দীর্ঘতম কন্টিনেন্টাল রিভার  (continental river)। এর মোট দৈর্ঘ্য ২১০০ কিলোমিটারেরও বেশি।

এখানে অনেক বিখ্যাত লেক বা হ্রদও আছে। থিয়ান ছি, বোস্টেন হ্রদ (Bosten Lake), লোপ নুর (Lop Nur) সিনচিয়াংয়ের সৌন্দর্য বাড়িয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫৪.৩১ মিটার নিচুতে অবস্থিত আয়দিং হ্রদ (Ayding Lake) হচ্ছে চীনের সর্বনিম্ন হ্রদ। 

(ওয়াং হাইমান ঊর্মি, সাংবাদিক, বাংলা বিভাগ, চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।)