News update
  • Sikaiana Islanders Face Rising Seas and Uncertain Future     |     
  • BD Election Commission to begin political dialogue this week     |     
  • Climate summit hears countries suffering from global warming      |     
  • How to Visit Saint Martin’s Island in This Tourist Season 2025-26     |     
  • Khulna-Mongla dream rail line struggles for freight flow     |     

ইসলামপন্থিদের মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাতে এখনও চক্রান্ত

-ইসলামী আন্দোলন বাংলাদেশ

রাজনীতি 2025-02-14, 11:57pm

oath-taking-of-islami-muktijuddha-prajanma-parishad-was-held-in-dhaka-on-friday-14-feb-2025-18ea55c14c89e03ef548355077633c611739555849.jpg

Oath-taking of Islami Muktijuddha Prajanma Parishad was held in Dhaka on Friday 14 Feb 2025.



ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, ইসলাম ও ইসলামপন্থিদের মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাতে এখনও একটি গোষ্ঠী তৎপর রয়েছে। তিনি বলেন, ইসলামপন্থিদেরকে পিছিয়ে রাখার একটি গভীর ষড়যন্ত্র। জুলাই-বিপ্লবে এদেশে প্রথম সারির ইসলামপন্থিদের নেতা মুফতি ফয়জুল করীম শায়খে চরমোনাই নতুন স্বাধীনতায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে। তাঁর এই সাহসিকতা এবং অবদানকে নতুন প্রজন্মের জন্য ইতিহাসে লিপিবদ্ধ করতে হবে। ইসলামপন্থিদেরকে পিছনে ফেলার রাখার দিন শেষ। মহান মুক্তিযুদ্ধের চেতনা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় ইসলামী অনুশাসনের বিকল্প নেই। তিনি আগামী নির্বাচনে ইসলামের পক্ষের শক্তিকে বিজয়ী করার আহ্বান জানান।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের নবগঠিত কেন্দ্রীয় পরিষদের পরিচিতি সভা ও শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম।

ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের সভাপতি মো. কামরুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মো. নুরুজ্জামান সরকার, সেক্রেটারী জেনারেল এবিএম রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতি নাঈম বিন আব্দুল বারী  প্রমুখ। - প্রেস বিজ্ঞপ্তি