ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পোপ লিও চতুর্দশের অভিষেক সম্পন্ন হয়েছে। এই অভিষেকের মাধ্যমে ক্যাথলিক চার্চের ২৬৭তম পোপ হিসেবে তার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। খবর বিবিসির।
এই অভিষেক অনুষ্ঠানে পোপ লিও চতুর্দশ সাদা পোপমোবাইলে (জনসমক্ষে উপস্থিতির জন্য বিশেষ গাড়ি) করে সেন্ট পিটার্স স্কয়ারে আসেন।
এ সময় অনুষ্ঠানে অপেক্ষমাণ জনতাকে হাত নেড়ে অভিবাদন জানান পোপ। এরপর একজন কার্ডিনাল ঐতিহ্যবাহী ‘রিং অব দ্য ফিশারম্যান (বিশেষ আংটি)’ পরিয়ে দেন, যা পোপের পদের প্রতীক এবং সেইন্ট পিটারের সময়কার ঐতিহ্য বহন করে। পোপ লিও একইসঙ্গে ‘প্যালিয়াম’ গ্রহণ করেন, যা ভেড়ার লোমের তৈরি এবং পোপের মেষপালকের ভূমিকার পরিচায়ক।
অভিষেক অনুষ্ঠানে দেওয়া ভাষণে পোপ লিও চতুর্দশ ক্যাথলিক চার্চের অভ্যন্তরে ঐক্যের ওপর জোর দেন। তিনি বলেন, ‘ভয় ও কম্পনের সঙ্গে’ তিনি চার্চের অনুসারীদের কাছে ‘ভাই’ হিসেবে এসেছেন।
উল্লেখ্য, পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর ভ্যাটিকান সিটিতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী কনক্লেভের মাধ্যমে এই মাসের শুরুতে লিও চতুর্দশ নতুন পোপ নির্বাচিত হন। কনক্লেভে নির্বাচিত হওয়ার পরই গত ৯ মে সিস্টিন চ্যাপেলে তিনি প্রথম উপাসনা পরিচালনা করেন, যেখানে তিনি বিশ্বাসহীনতার বিরুদ্ধে লড়াই এবং চার্চের ঐক্যের আহ্বান জানান। পোপ লিও চতুর্দশ প্রথম আমেরিকান যিনি ক্যাথলিক চার্চের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হয়েছেন।