ঢাকা সেনানিবাসের আর্মি গল্ফ ক্লাবে শনিবার সমাপ্ত হয়েছে ‘তৃতীয় ওয়েস্টার্ন গ্রুপ প্রেসিডেন্ট কাপ গল্ফ টুর্নামেন্ট ২০২৫’। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
চারদিনব্যাপী আয়োজিত এই টুর্নামেন্টে দেশের বিভিন্ন স্থান থেকে মোট ৮৫৮ জন গল্ফার অংশগ্রহণ করেন।
ওভারঅল চ্যাম্পিয়ন হন মেজর মো. গিয়াস উদ্দিন আহমেদ (অব.)।
অন্যান্য বিভাগে বিজয়ীরা হলেন—ভেটেরান উইনার: ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মান্নান মিয়া (অব.), সিনিয়র উইনার: লেফটেন্যান্ট কর্নেল মো. জসিম উদ্দিন সরকার (অব.), লেডি উইনার: সালমা জেসমিন সিদ্দিকী ও জুনিয়র উইনার: মাস্টার খান ফারহান আহমেদ
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল খান ফিরোজ আহমেদ, প্রেসিডেন্ট, আর্মি গল্ফ ক্লাব; ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বশির আহমেদ; ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলী (অব.), সিইও, আর্মি গল্ফ ক্লাব; ব্রিগেডিয়ার জেনারেল আখতার শহীদ, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান; কর্নেল মো. শরীফুল ইসলাম, গল্ফ ক্যাপ্টেন; লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম এবং পরিচালক (অপারেশনস অ্যান্ড স্পোর্টস) লেফটেন্যান্ট কর্নেল মো. গোলাম মনজুর সিদ্দিকী (অব.)।