News update
  • Police instructed to close roadside tea stalls by 11pm to stop crime     |     
  • Environmental conservation to be included in textbooks: Saber     |     
  • Chuadanga sees hottest day 43 degree Celsius in 10 yrs     |     
  • HC orders keeping all schools, colleges shut till Thursday     |     
  • Record load shedding of 3200 MW: Mercury hits 43°C     |     

আধা ঘণ্টা আগেই শুরু হয়েছে চতুর্থ দিনে খেলা

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2022-05-26, 11:31am

resize-350x230x0x0-image-178665-1653537020-3e8e3f5fa0018d28ecb8b81d323eb6941653543060.jpg




বাংলাদেশ ও শ্রীলঙ্কার ঢাকা টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু হয়েছে আধা ঘণ্টা আগে। গত তিন দিন সকাল ১০টা থেকে শুরু হলেও আজ আগে শুরু হওয়ার কারণ গত দিনের বৃষ্টি।

মাত্র ৫১ ওভার। সেই ক্ষতি পুষিয়ে নিতেই আজ নির্দিষ্ট সময়ের আগে শুরু হয়েছে খেলা।

গতকাল লঙ্কান সহকারী কোচ নাভিদ নেওয়াজও বেশ হতাশা প্রকাশ করেন দেড় সেশন ভেসে যাওয়ায়। তবে আজ ক্ষতি পুষিয়ে নিতে দ্রুত রান তোলার কথাও জানান প্রতিপক্ষের কোচ।

‘দুর্ভাগ্যজনকভাবে আমরা কয়েকটা সেশন খেলতে পারিনি বৃষ্টির কারণে। চতুর্থ দিনটা গুরুত্বপূর্ণ। অনেক কঠোর পরিশ্রম করতে হবে। চতুর্থ দিনে ৮২ রান অতিক্রম করা অনেক কঠিন। আমরা কাল এক সেশন ব্যাটিং করতে চাই খুব ভালোভাবে, খুব বেশি উইকেট না হারিয়ে। যখন আমরা সমান অবস্থায় আসব, তারপর দেখব কত দ্রুত রান তুলতে পারি।’

তৃতীয় দিন শেষে ৮২ রানে পিছিয়ে দিন শেষ করেছিল লঙ্কানরা। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩৬৫ রানের জবাবে ৫ উইকেটে ২৮২ রান তুলে দিন শেষ করে শ্রীলঙ্কা। তথ্য সূত্র আরটিভি নিউজ।