News update
  • Khaleda Zia’s Mausoleum Opens to Public at Zia Udyan     |     
  • Bangladesh cuts fuel prices by Tk 2 a litre at start of 2026     |     
  • Stocks advance at DSE, CSE in early trading     |     
  • In grief, Tarique Rahman finds family in the nation     |     

‘জয়শঙ্কর জানতেন তিনি কী করছেন’, ঢাকায় সাক্ষাতের বর্ণনায় আয়াজ সাদিক

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2026-01-01, 7:46pm

ertretretreter-b3be2074995264032fccea817f24e40a1767275204.jpg




ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে নিজের সাম্প্রতিক কথোপকথনের বিস্তারিত জানিয়েছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। গত মে মাসে দুই দেশের সংঘাতের পর ভারতীয় নেতাই পাকিস্তানের সাথে ‘উচ্চপর্যায়ের যোগাযোগ’ শুরু করেছিলেন বলেও দাবি করেছেন তিনি।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

জিও নিউজের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় পাকিস্তানের প্রতিনিধিত্বকারী সাদিক বলেন, জয়শঙ্করের নেতৃত্বে ভারতীয় প্রতিনিধিদল যখন সংসদের একটি ওয়েটিং রুমে প্রবেশ করে তখন পাকিস্তান, মালদ্বীপ, নেপাল ও ভুটানের প্রতিনিধিদল এবং বাংলাদেশি কর্মকর্তারা ইতোমধ্যেই সেখানে উপস্থিত ছিলেন।

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার বলেন, ওই কক্ষে প্রবেশের পর, জয়শঙ্কর প্রথমে অন্যান্য প্রতিনিধিদের অভ্যর্থনা জানান এবং তারপর নিজের ইচ্ছায় আমার কাছে এসে করমর্দন করেন। 

আয়াজ সাদিক আরও বলেন, আমি বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে কথা বলছিলাম, ঠিক তখনই তিনি (জয়শঙ্কর) আমার কাছে এসে আমাকে অভ্যর্থনা জানালেন এবং নিজের পরিচয় দিলেন। আমি যখন নিজের পরিচয় দিতে যাচ্ছিলাম, তখন তিনি বললেন, আমি আপনাকে চিনতে পেরেছি এবং আপনার পরিচয় দেয়ার দরকার নেই।

পাকিস্তানের স্পিকারের মতে, ভারতীয় মন্ত্রীর সাথে ক্যামেরা ছিল, যা ইঙ্গিত দেয় যে জয়শঙ্কর পুরোপুরি অবগত ছিলেন যে এই কথোপকথনটি মিডিয়া রেকর্ড করবে এবং রিপোর্ট করবে।

আয়াজ সাদিক বলেন, ‘তিনি (জয়শঙ্কর) জানতেন যে, তিনি ঠিক কী করছেন এবং এটি মিডিয়ায় প্রচারিত হবে।’সূত্র: জিও নিউজ