News update
  • World court opens hearings on request to halt Rafah incursion     |     
  • US sanctions against RAB will stay: State Department     |     
  • 216kg cannabis seized in Sirajganj; 2 drug peddlers held     |     
  • DMP arrests 34 for selling, consuming drugs in city     |     

পর্যটন গন্তব্য স্থল তালিকার শীর্ষে জাপান

গ্রীণওয়াচ ডেস্ক পর্যটন 2022-05-26, 11:26am

20220524_38_1118069_l-c64b68eace14f06caf0a16842a478e7f1653542811.jpg




 পর্যটন গন্তব্য স্থল হিসাবে বৈশ্বিক এক তালিকার শীর্ষে এসেছে জাপান। দেশের প্রাকৃতিক ও সাংস্কৃতিক সম্পদ, গণ পরিবহন এবং স্বাস্থ্যবিধির জন্য স্বীকৃতি পেয়েছে জাপান।

সুইজারল্যান্ড ভিত্তিক বিশ্ব অর্থনীতি ফোরাম মঙ্গলবার এক প্রতিবেদনে এই তালিকা প্রকাশ করেছে। প্রতি দুই বছরে এই তালিকা প্রকাশ করা হয়।

এবারই প্রথম জাপান শীর্ষ সম্মান লাভ করল। দ্বিতীয় অবস্থানে নেমে যাওয়া যুক্তরাষ্ট্রকে জাপান স্থানচ্যুত করেছে। স্পেন এবং ফ্রান্স যথাক্রমে তালিকায় তৃতীয় এবং চতুর্থ স্থান লাভ করেছে। প্রায় ১২০ টি গন্তব্য স্থল রয়েছে তালিকায়।

প্রতিবেদনে বলা হয় যে বৈশ্বিক অর্থনীতিতে পর্যটন খাতের গুরুত্ব মহামারি তুলে ধরেছে।

এতে আরও বলা হয় যে পর্যটন শিল্পের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে আরও ভালো স্বাস্থ্যবিধি এবং নিরাপত্তার উপর দেশগুলোর প্রাধান্য দেয়া উচিত। তথ্য সূত্র এনএইচকে ওয়াল্ড বাংলা।