News update
  • Bangladesh Mission in Delhi Suspends Visa Services     |     
  • Another July warrier shot in head, critical in Khulna hospital     |     
  • NCP Khulna Chief Critically Shot Amid Rising Political Violence     |     
  • Indian MP Warns Bangladesh Faces Rising Lawlessness     |     
  • Law and Order Must Be Ensured Ahead of Polls: Prof Yunus     |     

জয়ার ‘জিম্মি’ আসছে ২৮ মার্চ

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-03-13, 6:20pm

wrewrw-2f3870d1b8790b13064d7e0609efa93a1741868439.jpg




বাংলাদেশের জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুন আর আন্তর্জাতিকভাবে স্বীকৃত অভিনেত্রী জয়া আহসান এবার এক হয়ে কাজ করেছেন নতুন একটি সিরিজে। বিশেষ বিষয় হলো, এবারই প্রথম নিপুনের পরিচালনায় জয়া আহসান ক্যামারার সামনে দাঁড়িয়েছেন। আর বাড়তি পাওনা হচ্ছে একদম মুখ্য চরিত্রে জয়ার এটাই প্রথম ওয়েব সিরিজ! আর এইসব হচ্ছে হইচই অরিজিনাল সিরিজ ‘জিম্মি’-এর জন্য। হ্যাঁ দর্শক, আপনাদের এবারের ঈদুল ফিতরে বাড়তি বিনোদন দিতে ‘জিম্মি’ আসছে।

বাংলাদেশের বিনোদন জগতে আশফাক নিপুনের নাম মানেই গল্পের গভীরতা, অসাধারণ চরিত্র নির্মাণ ও দুর্দান্ত চিত্রনাট্য। অন্যদিকে, জয়া আহসান বহু বছর ধরে নাটক-সিনেমার মাধ্যমে নিজেকে প্রমাণ করেছেন দেশ-বিদেশের দর্শকদের কাছে।

‘জিম্মি’ সিরিজের কোন বিষয়টি অভিনয়ের জন্য জয়া আহসানকে টেনেছে- এমন প্রশ্নে জয়া বলেন, ‘আমি নতুন কোনো কাজ করার আগে তিনটা বিষয় সবসময় খেয়াল করি। সেটা হলো গল্প, চরিত্র ও পরিচালক। জিম্মির ক্ষেত্রে এগুলো সব মন মতো মিলে গিয়েছিল। সেইসঙ্গে আমার ওয়েব সিরিজের শুরুটা করছি হইচইয়ের সাথে। মুক্তি পাবে ঈদে, সব মিলিয়ে আমার জন্য বিষয়টা বেশ রোমাঞ্চের।’

মহানগর, সাবরিনা’র পর অসাধারণ নির্মাণের কারিশমা দিয়ে দর্শকদের জিম্মি করতে আবার আসছেন আশফাক নিপুন। নতুন সিরিজটা নিয়ে তিনি নিজেও বেশ উচ্ছ্বসিত। নিপুন বলেন, ‘আমি জিম্মি নির্মাণের মাধ্যমে নতন রকমের গল্প বলার চেষ্টা করেছি। এই সিরিজে সামাজিক বাস্তবতা, মানবিক অনুভূতি ও বিনোদনের মেলবন্ধন রয়েছে। এইটুক বলতে পারি, দর্শক অবশ্যই নতুন কিছু উপভোগ করবে।’

জয়া আহসানের সঙ্গে প্রথম কাজ, সেই অভিজ্ঞতা কেমন ছিল জানতে চাইলে নিপুন বলেন, ‘জয়া আহসান দারুণ ও পরীক্ষিত একজন অভিনেত্রী। গল্পের প্রয়োজনে আমরা এমন একজন অভিনয়শিল্পী চেয়েছিলাম, যার অভিব্যক্তি ও অভিনয়গুণে চরিত্রটি জীবন্ত হয়ে উঠবে। তিনি আমদের সেই প্রত্যাশা পূরণ করেছেন।’

হইচই অরিজিনাল সিরিজ ‘জিম্মি’ স্ট্রিম করবে ২৮ মার্চ থেকে।