News update
  • Saarc experts meet to reduce livestock-origin greenhouse gases     |     
  • Bangladesh Mission in Delhi Suspends Visa Services     |     
  • Another July warrier shot in head, critical in Khulna hospital     |     
  • NCP Khulna Chief Critically Shot Amid Rising Political Violence     |     
  • Indian MP Warns Bangladesh Faces Rising Lawlessness     |     

প্রবাসীদের ঠিকানায় ৭২ হাজার পোস্টাল ব্যালট পাঠিয়েছে ইসি

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2025-12-22, 9:12pm

dfgsfdsfdss-59e3e723c6f105373775e494d73e290a1766416361.jpg




ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট দিতে নিবন্ধিত প্রবাসীদের কাছে নির্বাচন কমিশন (ইসি) পোস্টাল ব্যালট পাঠানো হচ্ছে। এ পর্যন্ত ৭১ হাজার ৯৫৩ জনের ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি হবে ভোটগ্রহণ। তফসিল ঘোষণার এক সপ্তাহের মাথায় নিবন্ধিতদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু করে।

আজ সেমাবার (২২ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনসহ চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, ডাক অধিদপ্তরের মহাপরিচালকসহ তেজগাঁওস্থ মেইল প্রসেসিং সেন্টার পরিদর্শন করেছেন।

সে সময় পোস্টাল প্যাকেজিং এর পুরো কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে সিইসি বলেন, পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের জন্য আমরা প্রথমবারের ব্যবস্থা নিয়েছি। দেশের ভেতরেও এ ব্যবস্থা রয়েছে। এ কর্মযজ্ঞ ও ভোটের গোপনীয়তা, নিরাপত্তা নিশ্চিত করেই এটা করা হয়েছে। পোস্টাল ভোটিংয়ের এ পদ্ধতি একটা মডেল হয়ে থাকবে।…নানা ধরনের চ্যালেঞ্জের মধ্যে এগিয়ে যাব। সামনের নির্বাচনে আরও কাভারেজ বাড়বে। আমরা এ অগ্রগতিতে সন্তুষ্ট।

অন্যদিকে আজ সোমবার নির্বাচন কমিশনের ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই)’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ইতোমধ্যে অস্ট্রেলিয়া, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপন, কুয়েক, মালয়েশিয়া, কাতার, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, আরব আমিরাত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ৭১ হাজার ৯৫৩ জনের ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। ধাপে ধাপে নিবন্ধিত সবার কাছে সংসদ ও গণভোটের ব্যালট পেপার পৌঁছে যাবে।

ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এস এম হারুনুর রশীদ জানান, নিবন্ধিতদের ডেটা পাওয়া পর প্রবাসে পাঠানোর ঠিকানা আসনভিত্তিক ফেরত খামের ঠিকানাসহ প্রতিদিন (দিন ও রাতে) গড়ে ৪০-৫০ হাজার প্রিন্ট হচ্ছে। প্রসেসিং সেন্টারে আনার পর নিরাপত্তার সাথে যথাযথ প্রক্রিয়ায় প্যাকেজ করছে একদল দক্ষ লোক।

ডাক ও টেলিযোগাযোগ অধিদপ্তরের উপসচিব বিএম মশিউর রহমান জানান, ১৮ ডিসেম্বর থেকে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হয়েছে। আর্মি প্রিন্টিং প্রেসে ব্যালট ছাপানো হচ্ছে আর মেইল প্রসেসিং সেন্টারে তা নির্ধারিত পদ্ধতিতে খামে নিবন্ধিতদের ঠিকানায় পাঠানোর প্যাকেজিং চলছে। এরপর বিমানবন্দর থেকে তা ধাপে ধাপে প্রবাসীদের ঠিকানায় যাচ্ছে।

নিবন্ধন অ্যাপ উদ্বোধনের পরদিন ১৯ নভেম্বর থেকে প্রবাসীদের নিবন্ধন শুরু হয়ে ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। এ ছাড়া দেশের ভেতরে সরকারি চাকরিজীবী, ভোটগ্রহণ কর্মকর্তা ও আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন চলমান রয়েছে।

ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এস এম হারুনুর রশীদ জানান, নিবন্ধিতদের ডেটা পাওয়া পর প্রবাসে পাঠানোর ঠিকানা আসনভিত্তিক ফেরত খামের ঠিকানাসহ প্রতিদিন (দিন ও রাতে) গড়ে ৪০-৫০ হাজার প্রিন্ট হচ্ছে। প্রসেসিং সেন্টারে আনার পর নিরাপত্তার সাথে যথাযথ প্রক্রিয়ায় প্যাকেজ করছে একদল দক্ষ লোক।

ডাক ও টেলিযোগাযোগ অধিদপ্তরের উপ-সচিব বিএম মশিউর রহমান জানান, আর্মি প্রিন্টিং প্রেসে ব্যালট ছাপানো হচ্ছে আর মেইল প্রসেসিং সেন্টারে তা নির্ধারিত পদ্ধতিতে খামে নিবন্ধিতদের ঠিকানায় পাঠানোর প্যাকেজিং চলছে। এরপর বিমানবন্দর থেকে তা ধাপে ধাপে প্রবাসীদের ঠিকানায় যাচ্ছে।