News update
  • BUET team awarded for early breast cancer screening system     |     
  • Greater worker-owner bonhomie needed to speed up dev: Yunus     |     
  • Dhaka’s Rickshaws: The untold mystery of their numbers     |     
  • Historic May Day today - Thursday     |     
  • 248 arrested, illegal nets seized in 6-day drive: River Police     |     

যুদ্ধের দানা বাঁধছে, আগামী দু-তিন দিন খুবই গুরুত্বপূর্ণ: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2025-04-29, 12:04pm

t45345435-cdc3ea789f606fdfd4a20d31397dcb321745906697.jpg




কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা চলছে। হামলার পর সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে পাঁচবার গোলাগুলির ঘটনা ঘটেছে। ভারতীয় বাহিনী তল্লাশির নামে শত শত মানুষকে গ্রেপ্তার করেছে। এমন অবস্থায় ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ বাঁধার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ইতোমধ্যে দিল্লি পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছেন। সেজন্য বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। এবার সেই শঙ্কার মধ্যেই চাঞ্চল্যকর তথ্য জানালেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দ্য ডন এক প্রতিবেদনে জানায়, ভারত ও পাকিস্তান সত্যিই যুদ্ধে জড়াবে কি না- তার আভাস আগামী দু-তিন দিনের মধ্যে বোঝা যাবে। সেজন্য পাকিস্তানি নাগরিকদের মানসিকভাবে ‘প্রস্তুত’ থাকার আহ্বানও জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। 

খাজা আসিফ বলেন, আগামী দু-তিন দিন খুবই গুরুত্বপূর্ণ। যদি সত্যিই কিছু ঘটে কিংবা শুরু হয়, তাহলে আগামী দু-তিন দিনের মধ্যে তা হবে। আর যদি এই সময়সীমার মধ্যে কিছু না ঘটে- তাহলে বুঝে নিতে হবে যে একটি বড় বিপদ আমরা এড়াতে পেরেছি।

অন্যদিকে সামা টিভিকে তিনি বলেন, এই অঞ্চলে একটি যুদ্ধের আশঙ্কা দানা বাঁধছে এবং আগামী দু-তিন দিনের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাওয়ার সমূহ আশঙ্কা রয়েছে। আমাদের সবারই এখন মানসিকভাবে প্রস্তুত হওয়া প্রয়োজন।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, পাকিস্তান সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে এবং আমাদের অস্তিত্বের প্রতি সরাসরি হুমকি থাকলে কেবল তখনই পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার ব্যবহার করবে।

এর আগে, গত ২২ এপ্রিল পেহেলগামে হামলার পর পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। আটারি সীমান্ত বন্ধ করে দিয়ে পাকিস্তানিদের ফিরে যেতে বলা হয়েছে। সব ধরনের ভিসা বাতিল হয়েছে। সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত।

পাল্টা ব্যবস্থা হিসাবে একই ধরনের পদক্ষেপ দিয়েছে পাকিস্তানও। সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি স্থগিতে ভারতের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় পাকিস্তান সিমলা চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে। এ ছাড়া পাকিস্তানের আকাশসীমা নিষিদ্ধ, সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানান, সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিতের পদক্ষেপকে ‘যুদ্ধের ঘোষণা’ হিসেবে দেখছে পাকিস্তান। তিনি বলেছেন, যেকোনো মূল্যে নিজের পানির অধিকার রক্ষা করবে পাকিস্তান।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর থেকে প্রতিটি ভারতীয় নাগরিকের ‘রক্ত ফুটছে’। হামলায় জড়িত প্রত্যেককে কঠিনতম শাস্তির মুখোমুখি হতে হবে।

বিশ্লেষক এবং কূটনীতিকরা বলছেন, পাকিস্তান যে কাশ্মীরে হামলা চালিয়েছে, তার জোরালো প্রমাণ এখনও দেখাতে পারেনি ভারত। এ অবস্থায় দিল্লি কোনো পদক্ষেপ নিলে বিশ্ব মঞ্চে তার ন্যায্যতা পাওয়ার সম্ভাবনা কম। তবে, পারমাণবিক অস্ত্রে সজ্জিত ভারত এবং পাকিস্তানের মধ্যে চমলান সামরিক সংঘর্ষের আশঙ্কা যদি বাড়তে থাকে তাহলে তা নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে। 

এদিকে, ইরান এবং সৌদি আরব উভয় পক্ষের সঙ্গে কথা বলেছেন। ইরান ও বাংলাদেশ প্রকাশ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন সংযম এবং সংলাপের আহ্বান জানিয়েছে।আরটিভি