News update
  • Chief Adviser Dr Yunus pays homage to martyred intellectuals     |     
  • Martyred Intellectuals Day: A Nation’s Loss and Resolve     |     
  • EC seeks enhanced security for CEC, ECs, election officials     |     
  • Humanoid robots take center stage at Silicon Valley summit, but skepticism remains     |     
  • ‘Unhealthy’ air quality was recorded in Dhaka on Sunday     |     

প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিন: মির্জা ফখরুল

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-05-01, 7:43pm

cf2036b4ad3ff10144efa148f01be2b3b82c75a6b3a992f0-e5c577e94119efb7971e1e5c7363099a1746107003.jpg




বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, ‘ড. ইউনূস একজন শ্রদ্ধেয় ব্যক্তি। আমরা বারবার অনুরোধ করেছি। প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিন।’

বৃহস্পতিবার (১ মে) বিকেলে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত শ্রমিক দলের সমাবেশে তিনি এ কথা বলেন।

সংস্কারের দাবি প্রথমে বিএনপিই নিয়ে এসেছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, সংস্কার আমাদের দাবি, আমাদের সন্তান। সুতরাং কঠিন সময়েও সংস্কারের কথা চিন্তা করে আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা দিয়েছিলেন। আজকে সমাবেশ থেকে দাবি করছি, অবিলম্বে যেসব সংস্কারে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে তা সামনে নিয়ে আসেন এবং দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন। যেগুলো একমত হয়নি তা আগামী সংসদে আলোচনা করে বাস্তবায়ন করা যাবে।’

তিনি বলেন, ‘রাজনৈতিকভাবে অস্বাভাবিক সময় পার করছি। ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে, কিন্তু গণতন্ত্রের উত্তরণ হয়নি। মানুষের আকাঙ্ক্ষা জনগণের সরকার গঠন করতে পারিনি।’

শ্রমিক দলের সমাবেশে বিএনপির এই নেতা বলেন, ‘সবচেয়ে বঞ্চিত শ্রেণি হচ্ছে শ্রমিকরা। তারা গোটা সভ্যতাকে বাঁচিয়ে রাখে অথচ ন্যায্য মজুরি পায় না।’

ফখরুল বলেন, ‘শিশুদের হাতুড়ি পেটাতে হচ্ছে জীবিকার জন্য। যেখানে তার লেখাপড়া করার কথা, খেলাধুলা করার কথা, সেখানে তার পরিবার রক্ষার জন্য তাকে কারখানায় কাজ করতে হয়।  যুগের পরিবর্তন হয়েছে, যন্ত্রের আবিষ্কার হয়েছে, কম্পিউটার এসেছে, উৎপাদনের প্রক্রিয়ার পরিবর্তন হয়েছে। কিন্তু শ্রমিক শ্রেণির পরিবর্তন হয়নি।’

তিনি বলেন, ‘বারবার সরকার এসেছে, কিন্তু শ্রমিক শ্রেণির জন্য যে কাজ দরকার ছিল তা হয়নি। প্রথম জিয়াউর রহমান উপলব্ধি করেছিলেন। গার্মেন্টস কারখানা চালু করে নতুন সুযোগ তৈরি করেছিলেন। বিদেশে শ্রমিক রফতানির ব্যবস্থা করেছিলেন। রেমিট্যান্সের ব্যবস্থা করেছিলেন। যা কিছু, যতটুকু কল্যাণকর কাজ হয়েছে শ্রমিকদের জন্য সবই বিএনপি করেছে।’ সময়