News update
  • Appeals over nomination papers:18 more regain candidacies back     |     
  • More than 100 dead in torrential rains and floods across southern Africa     |     
  • Islami Andolan to Contest Election Alone in 13th Poll     |     
  • 3 killed in Uttara building fire; 13 rescued     |     
  • Late-night deal ends standoff: BPL resumes Friday     |     

আজ জরুরি বৈঠকে বসবে জামায়াত

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2026-01-17, 9:09am

etrteterter-fb0fe81b438b65f4d4cd4bb8dc5704c01768619390.jpg




ইসলামী আন্দোলন বাংলাদেশের সংবাদ সম্মেলনের পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠকে বসবে জামায়াতের নীতি নির্ধারণী ফোরাম। তবে ফাঁকা রাখা ৪৭টি আসনের কী হবে, সে বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত জানাবে না জামায়াতসহ ১০ দল।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে বসবেন জামায়াতের নির্বাহী পরিষদের সদস্যরা এবং আসন সমঝোতার দায়িত্বে থাকা নেতারা৷ পরে ১০ দলের লিঁয়াজো কমিটির বৈঠকেরও কথা রয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার রাতে ২৫৩ আসনে সমঝোতার ঘোষণা দেয় জামায়াত, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১০ দল। জানানো হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আলোচনা চলমান রয়েছে।

তবে শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করে জামায়াতের অসহযোগিতার অভিযোগ তুলে ২৬৮ আসনে একক নির্বাচন করার ঘোষণা দেয় ইসলামী আন্দোলন। বাকি ৩২ আসনে বিএনপি ও জাতীয় পার্টি বাদে সমমনা দলগুলোর প্রার্থীদের সমর্থনের কথা জানায় দলটি।

এদিকে, একটি সূত্র বলছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেষ্ঠ্য নেতৃবৃন্দের সঙ্গেও আজ বৈঠকে বসতে পারে ১০ দলের নেতারা৷ মনোনয়ন প্রত্যাহারের শেষদিন পর্যন্ত চেষ্টা করা হবে দলটিকে ১১ দলীয় জোটে রাখার। শেষ পর্যন্ত সফল না হলে ফাঁকা রাখা ৪৭ আসনে পরবর্তী সমঝোতার ভিত্তিতে প্রার্থী দেবে ১০ দল।