News update
  • WHO Says Traditional Medicine Use Surges Worldwide     |     
  • UN Report Calls for New Thinking to Secure a Sustainable Future     |     
  • BNP moves to finalise seat sharing as alliance friction grows     |     
  • BNP plans universal 'Family Card' for all women: Tarique Rahman     |     
  • Tangail saree weaving gets recognition as intangible cultural heritage     |     

শোকজ: আরও ২৪ ঘণ্টা সময় পেলেন ফজলুর রহমান

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-08-25, 8:42pm

673a382ed01bd0f7a58c2f08653863d2ab0d1a66bc22a731-39f9dcda3118d762e2a95fc0e56b8b0c1756132972.jpg




‘বিতর্কিত মন্তব্য’ করায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিএনপি।

দলের পক্ষ থেকে ২৪ ঘণ্টার মধ্যে শোকজের জবাব দিতে বলা হলেও ফজলুর রহমান এক সপ্তাহ সময় চেয়েছিলেন। পরে দল তাকে আরও ২৪ ঘণ্টা সময় বাড়িয়ে দিয়েছে।

সোমবার (২৫ আগস্ট) বিএনপির দফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফজলুর রহমান বলেন, ‘মুক্তিযুদ্ধবিরোধী জামায়াত-শিবিরের লোকজনের বিরুদ্ধে আমি কথা বলেছি, বলব। আমার কথার মাধ্যমে যদি কাউকে অসম্মান বা আঘাত করা হয়ে থাকে, তারা পলিটিক্যালি জবাব দেবে। এটার জন্য পরস্পরকে হত্যা করার কথা বলা যায় না।’

তিনি আরও বলেন, ‘আমি আমার দলের সঙ্গে কথা বলার আগে কোনো কথা বলব না। আমার বাসার সামনে মব সৃষ্টি করা হচ্ছে। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার নির্বিঘ্নে বাঁচার অধিকার আছে। আইনশৃঙ্খলা বাহিনীসহ সবার কাছে অনুরোধ, আমার ও আমার পরিবারের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করুন।