News update
  • As debate over the location of climate conference razes on, will COP fail this time too?     |     
  • UN Rights Office Warns of Gaza Escalation, West Bank Annexation     |     
  • UN Warns Wildfires and Climate Change Worsen Air Quality     |     
  • OIC Hails Belgian Declaration of Intent to Recognize Palestinian State      |     
  • Bomb blast kills 15 near political rally in Pakistan     |     

জুলাই সনদের আলোকে নির্বাচন হতে হবে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি

ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ

রাজনীতি 2025-08-10, 9:38pm

islami-andolan-logo2-86ac35f55094302a0cc9afe648af94991754840289.png

Islami Andolan logo



এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি, এ মুহুর্তে নির্বাচন হলে ফ্যাসিবাদের দোসররা পুনর্বাসিত হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম। তিনি বলেন, ঘোষিত জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি করতে হবে এবং জুলাই সনদের আলোকে নির্বাচন হতে হবে।

আজ রোববার সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেন, জুলাই সনদে ইসলাম ও ইসলামী মূল্যবোধকে অবমূল্যায়ন করা হয়েছে। এটাকে পতিত স্বৈরাচারের প্রতি নমনীয়, আইনী বাধ্যবাধকতাহীন দুর্বল সনদ বলে মনে হয়েছে। খসড়ায় একবারের জন্যও পতিত ফ্যাসিবাদের মূল হোতা ও অশুভ চক্রের প্রধান শেখ হাসিনার নাম উল্লেখ না করে ফ্যাসিবাদের পক্ষাবলম্বন করা হয়েছে বলেই মনে হচ্ছে।

তিনি বলেন, জুলাই সনদে বিরানব্বই ভাগ মানুষের চিন্তা চেতনার কোনরূপ মূল্যায়ন করা হয়নি। মুসলমানের স্বার্থ বাদ দিয়ে বহুত্ববাদ বাস্তবায়ন করলে তা হবে অত্যন্ত খারাপ দৃষ্টান্ত। দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদকে আইনী রূপ দিতে হবে এবং তা বাস্তবায়ন বর্তমান সরকারের মাধ্যমেই শুরু করতে হবে। - প্রেস বিজ্ঞপ্তি