News update
  • As debate over the location of climate conference razes on, will COP fail this time too?     |     
  • UN Rights Office Warns of Gaza Escalation, West Bank Annexation     |     
  • UN Warns Wildfires and Climate Change Worsen Air Quality     |     
  • OIC Hails Belgian Declaration of Intent to Recognize Palestinian State      |     
  • Bomb blast kills 15 near political rally in Pakistan     |     

কলাপাড়ায় বরফ সংকটে মৎস্য বন্দরে নোঙর করে আছে শত শত মাছধরা ট্রলার

মৎস 2025-09-06, 12:24am

hundreds-of-fishing-tgrawlers-remain-stranded-in-kalapara-due-to-shortage-of-ice-8d59058ccff7081f3e4a183901e4aeb51757096679.jpg

Hundreds of fishing trawlers remain stranded in Kalapara due to shortage of ice.



পটুয়াখালী: পটয়াখালীর কলাপাড়ায় ইলিশের ভরা মৌসুমে বরফ সংকট দেখা দিয়েছে। উৎপাদনের তুলনায় চাহিদা বেশী থাকায় এমন সংকটের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে ১৫০ টাকার বরফের ক্যান ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।

গত সোমবার থেকে এমন অবস্থা বিরাজমান থাকায় সাগরে যেতে পারছে না জেলেরা। তবে মৎস্য আড়ৎ মালিকদের কেউ কেউ বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের কারনে বরফ উৎপাদন ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন ।

মৎস্যবন্দর মহিপুর মৎস্য ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, আলীপুর-মহিপুর এলাকায় অন্তত:পক্ষে ৩০ টি বরফ কল রয়েছে। এ বরফ কলের কোনটিতে প্রতিদিন ২০/২৫টি আবার কোনটিতে ২০০ ক্যান বরফ উৎপাদন হয়। গত কয়েক দিন ধরে বৈরী আবহাওয়া থাকায় সাগর উত্তাল হয়ে উঠেছে। এতে অন্তত: সহস্রাধিক ট্রলার নিরাপদ স্থানে শিববাড়িয়া খাল সহ বিভিন্ন খালে আশ্রয় নিয়েছে। এসব ট্রলারের মাছ বরফ দিতে এবং দেশের বিভিন্ন স্থানে ট্রাকযোগে মাছ সরবরাহ করতে যে পরিমান বরফের প্রয়োজন তা স্থানীয়ভাবে উৎপাদন না হওয়ায় এ সংকট দেখা দেয়।  এতে খুলনা, বরিশাল,পটুয়াখালী থেকে অতিরিক্ত দামে বরফ নিয়ে আসছেন ব্যবসায়ীরা।

এদিকে জেলেদের সাথে কথা বলে জানা যায়, বরফ সংকটে অনেক ট্রলারের জেলেরা সাগরে যেতে পারছে না।

এ ব্যাপারে আলীপুর- মহিপুর মৎস্য আড়ৎদার সমবায় সমিতির সাবেক সভাপতি মো. ফজলু গাজী জানান, আবহাওয়া খারাপের কারনে হঠাৎ শতশত ট্রলার মহিপুর, আলীপুর ঘাটে নোঙ্গর করায় বরফের চাহিদা বেড়ে গেছে । তবে  সংকটের কারনে বেশী দামে বিক্রি হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

মহিপুর রিফাত ফিসের মালিক মো. গোলাম মোস্তাফা জানান,বিদ্যুত বিভ্রাটের কারনে প্রয়োজনীয় বরফ তৈরী না হওয়ায় এ সংকট দেখা দিয়েছে।

কুয়াকাটা পল্লী বিদ্যুৎ ডিজিএম মো: সিফাতুল্লাহ বলেন, বিদ্যুৎ সংকটে বরফ উৎপাদনে সমস্যা হচ্ছে, এটি সঠিক নয়। কারো বরফ কলে বিদ্যুৎ সমস্যা হচ্ছে, এরকম তথ্য আমার কাছে নেই । - গোফরান পলাশ