News update
  • Foreign Debt Repayment Hits $4 Billion in Record High     |     
  • Bangladesh Orders 25 Boeing Jets Ahead of Key US Trade Talks     |     
  • Bus ploughs into football match in Cumilla; 1 killed, 5 hurt     |     
  • CA Prof Yunus holding talks with 12 more political parties     |     

যদি অস্ত্র হ্যান্ডেলই করতে না পারেন আনলেন কেন, বাবরকে নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রশ্ন

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-07-27, 9:07pm

61d95918d5e62b80d343fa36bddf852c73102b4c01079d04-1108462528d9727745d7c863d502713b1753628849.jpg




সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বাংলাদেশে অসংখ্য হত্যাকাণ্ড ঘটেছে, অসংখ্য ঘটনা ঘটেছে। এর মধ্যে বড় একটি ঘটনা হলো দশ ট্রাক অস্ত্রের চালান। যদি অস্ত্র হ্যান্ডেলই করতে না পারেন তাহলে নিয়ে আসলেন কেন? আমাদের দক্ষিণ এশিয়ায় এই অস্ত্র কাহিনীর কারণে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়েছে। পার্শ্ববর্তী আঞ্চলিক সংঘাত বিরাজ করেছে।

রোববার (২৭ জুলাই) দুপুরে দেশব্যাপী এনসিপির জুলাই পদযাত্রার অংশ হিসেবে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া কালেক্টরেট মাঠে পদযাত্রা সমাবেশে এসব কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমি বাবর ভাইকে সম্মান করি। নির্যাতিত নেতা। কিন্তু আপনার ওই কাজ আমি সমর্থন করি না। আপনার এই কাজের কারণে বিএনপি ক্ষমতায় আসতে পারে নাই। হাসিনার মতো একজন খুনি ফ্যাসিস্ট ক্ষমতায় এসেছিল। গত ১৫ বছরে বিএনপির যত কর্মী নির্যাতিত হয়েছে। আমার ভাইদের ওপর নির্যাতন চালিয়েছিল, গুলি চালিয়েছিল, এর জন্য ইতিহাসের কাঠগড়ায় আপনিও দায়ী থাকবেন।’

তিনি বলেন, ‘মনিপুরী আসাম পশ্চিমবঙ্গ থেকে শুরু করে আমাদের বাঙালি ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা আজকে নির্যাতিত হচ্ছে। তাদের ধরে ধরে বাংলাদেশে পাঠাচ্ছে। সংঘাতের দিকে যাচ্ছে। এ সংঘাতের পেছনে আপনি দায়ী।’

পদযাত্রা সভায় আরও বক্তব্য রাখেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় সংগঠকরা। 

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব প্রমুখ।