গুপ্ত সংগঠনের মাধ্যমে মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বিনষ্ট এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোমবার (১৪ জুলাই) দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
ঠাকুরগাঁও, নীলফামারী, টাঙ্গাইল, লক্ষ্মীপুর, পঞ্চগড়, ঝিনাইদহ, ভোলা, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, পিরোজপুর, নড়াইল ও পটুয়াখালীতে আয়োজিত এসব কর্মসূচিতে ছাত্রদলের জেলা, উপজেলা এবং পৌর ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, একটি বিশেষ গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশের শিক্ষাঙ্গনে অস্থিরতা সৃষ্টি করে শিক্ষাব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্র করছে। এসব অপচেষ্টা ও সহিংসতার মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষকে দায়ী করে আন্দোলন দমন করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করা হয়।
বক্তারা বলেন, ‘বাংলাদেশে যত ছাত্র শিবির আছে, ছাত্রদল একাই ভাসিয়ে দিতে পারে।’ গুপ্ত সংগঠন ও ষড়যন্ত্রকারীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে বলা হয়, ‘ছাত্রদল রাজপথে আছে, থাকবে, কাউকে ছাড় দেওয়া হবে না।’
এছাড়া ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড এবং সাম্প্রতিক সহিংসতার ঘটনায় বিএনপি ও ছাত্রদলকে জড়িয়ে অপপ্রচারেরও প্রতিবাদ জানানো হয়। এসব হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করে বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে অযথা বিএনপি ও ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হচ্ছে।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে স্থানীয় বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন এবং সরকারকে হুঁশিয়ার করে বলেন, ‘যদি অবস্থা পরিবর্তন না হয়, তবে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে জবাব দেওয়া হবে।’
বিভিন্ন স্থানে বৃষ্টি উপেক্ষা করে মিছিল ও সমাবেশে অংশ নেয়া নেতাকর্মীরা বলেন, ‘ছাত্রদল ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত।’ পটুয়াখালীতে মশাল মিছিল, নড়াইলে রাজাকারবিরোধী স্লোগান এবং পিরোজপুরে চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ার আহ্বান জানান নেতারা।
ঠাকুরগাঁওয়ে ছাত্রদলের বিক্ষোভ: গুপ্ত সংগঠনের বিরুদ্ধে হুঁশিয়ারি
গোপন তৎপরতায় অভ্যস্ত সংগঠনের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান অস্থির করার অভিযোগে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ছাত্রদল।
সোমবার দুপুরে শহরের বিএনপি কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার কার্যালয়ে গিয়ে শেষ হয়।
সমাবেশে নেতারা বলেন, ‘ছাত্রদল এখনো প্রকাশ্যে রাজনীতি করে, গুপ্ত সংগঠনের মতো নয়। গুপ্ত তৎপরতায় শিক্ষাঙ্গনে অরাজকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’ এ সময় ছাত্রদল ছাড়াও জেলা বিএনপির সিনিয়র নেতারাও উপস্থিত ছিলেন।
নীলফামারীতে ছাত্রদলের বিক্ষোভ: গুপ্ত সংগঠনের অপচেষ্টার প্রতিবাদ
সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ছাত্রদল।
জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্সের সভাপতিত্বে পৌরবাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, ‘একটি গোষ্ঠী শিক্ষা প্রতিষ্ঠানকে অস্থিতিশীল করতে চায়। ছাত্রদল তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।’
টাঙ্গাইলে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।
সোমবার শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের আহ্বায়ক দূর্জয় হোড় শুভসহ অন্য নেতারা এতে বক্তব্য রাখেন।
লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ: গুপ্ত সংগঠনের অপতৎপরতা বন্ধের দাবি
গুপ্ত সংগঠনের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে সহিংসতা ছড়ানোর প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ করেছে ছাত্রদল। উত্তর তেমুহনী থেকে শুরু হয়ে দক্ষিণ তেমুহনীতে গিয়ে মিছিল শেষ হয়।
সমাবেশে নেতারা বলেন, ‘গোটা জাতিকে বিভ্রান্ত করতে অপতৎপরতা চালানো হচ্ছে, ছাত্রদল এসব ষড়যন্ত্র বরদাস্ত করবে না।’
পঞ্চগড়ে ছাত্রদলের হুঁশিয়ারি: ‘জিয়াউর রহমানের অবমাননা সহ্য করা হবে না’
পঞ্চগড়ে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিলে নেতারা বলেন, ‘গুপ্ত সংগঠনের সহিংসতা ও জিয়াউর রহমানের ছবি অবমাননার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না।’
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা রাজনৈতিক ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
ঝিনাইদহে বৃষ্টির মধ্যেই ছাত্রদলের বিক্ষোভ
বৃষ্টি উপেক্ষা করে ঝিনাইদহে ছাত্রদল বিক্ষোভ মিছিল করে। জেলা কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। সমাবেশে নেতারা বলেন, ‘বিএনপি ও ছাত্রদলের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, তা প্রতিহত করা হবে।’
ভোলায় ছাত্রদলের বিক্ষোভ: ‘জাতীয় নির্বাচন পেছাতে ষড়যন্ত্র চলছে’
ভোলায় ছাত্রদলের বিক্ষোভ মিছিলে নেতারা অভিযোগ করেন, ‘গুপ্ত সংগঠন আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ করে নির্বাচনের পথ রুদ্ধ করতে চায়।’ মিছিল শহরের প্রধান সড়ক ঘুরে মহাজনপট্টিতে গিয়ে শেষ হয়। সমাবেশে বিএনপি ও ছাত্রদলের নেতারা বক্তব্য দেন।
মাদারীপুরে ছাত্রদলের প্রতিবাদ: ‘মব সৃষ্টি করে আতঙ্ক ছড়ানো হচ্ছে’
মাদারীপুরে ডিসিব্রিজ এলাকায় জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। নেতারা বলেন, ‘গোটা দেশে মব সৃষ্টি করে সাধারণ মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। প্রশাসনের নিরবতায় ক্ষুব্ধ জনগণ।’ তারা দ্রুত অপরাধীদের গ্রেফতারের দাবি জানান।
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের বিক্ষোভ: ‘দাঁতভাঙা জবাব দেওয়া হবে’
ব্রাহ্মণবাড়িয়ায় গোপন সংগঠনের তৎপরতা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন বলেন, ‘মব সৃষ্টি করে পরিস্থিতি ঘোলাটে করা হলে ছাত্রদল দাঁতভাঙা জবাব দেবে।’
পিরোজপুরে ছাত্রদলের বিক্ষোভ: ‘ষড়যন্ত্রকারীদের প্রতিহত করা হবে’
পিরোজপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে নেতারা বলেন, ‘একটি অদৃশ্য শক্তি রাষ্ট্র ও সমাজকে অস্থিতিশীল করতে চায়। তারেক রহমানের নেতৃত্বে সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।’
সমাবেশে বিএনপির আহ্বায়ক, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
নড়াইলে ছাত্রদলের বিক্ষোভ: ‘ছাত্রদল সজাগ থাকবে, ষড়যন্ত্র রুখবে
নড়াইলে বৃষ্টি উপেক্ষা করে ছাত্রদল বিক্ষোভ মিছিল করে। মিছিলে বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিয়ে শহর মুখর করে তোলে নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা বলেন, ‘মব সৃষ্টি করে বিএনপিকে দায়ী করার অপচেষ্টা চলছে। ছাত্রদল এর জবাব দিবে।’
পটুয়াখালীতে ছাত্রদলের মশাল মিছিল
মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যাসহ সারাদেশে হত্যাকাণ্ডের প্রতিবাদে মশাল মিছিল করেছে পটুয়াখালী জেলা ছাত্রদল। মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, ‘এই মশাল শুধু আলো নয়, অন্যায়ের বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদের প্রতীক।’