News update
  • Public awareness campaign before fuel loading at Rooppur NPP     |     
  • Chief Adviser Dr Yunus pays homage to martyred intellectuals     |     
  • Martyred Intellectuals Day: A Nation’s Loss and Resolve     |     
  • EC seeks enhanced security for CEC, ECs, election officials     |     
  • Humanoid robots take center stage at Silicon Valley summit, but skepticism remains     |     

নতুন অরিজিন ওএস৬ আগের চেয়ে বহু গুণ স্মার্ট

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2025-12-14, 6:55pm

fwerwerew-fc047cd79ee0a4cd7b387097e8c0e4f21765716933.jpg




ভিভোর ফ্ল্যাগশিপ স্মার্টফোন মানেই শুধু প্রিমিয়াম ডিজাইন আর উন্নত ক্যামেরা—এই প্রচলিত ধারণা বদলে দিতে এসেছে নতুন এক্স৩০০ প্রো। প্রতিদিনের ব্যবহারে আরও শক্তিশালী পারফরম্যান্স ও অতুলনীয় স্মুথনেসের অভিজ্ঞতা দিতে এতে যুক্ত হয়েছে আপগ্রেডেড অরিজিন ওএস ৬। নতুন এই অপারেটিং সিস্টেম স্মার্টফোনে নিত্যদিনের কাজকে করে তুলছে আরও দ্রুত, সহজ ও স্মার্ট।

অরিজিন ওএস ৬ এর মূল শক্তি অরিজিন স্মুথ ইঞ্জিন প্রযুক্তি। এর ফলে অ্যাপ খোলা, স্ক্রলিং বা মাল্টিটাস্কিং, সবকিছুই হয় আরও মসৃণ। স্প্রিং অ্যানিমেশন ও ওয়ান-শট প্রযুক্তির কারণে টাচ রেসপন্স বেড়েছে ৪১%, যা সাধারণ স্মার্টফোনের তুলনায় প্রায় ২৬% দ্রুত। এতে ব্যস্ত সময়েও ফোন ব্যবহারে পাওয়া যায় নির্ভরযোগ্য পারফরম্যান্স।

ভিজ্যুয়াল অভিজ্ঞতায়ও এক্স৩০০ প্রো এনেছে বড় পরিবর্তন। নতুন অরিজিন ডিজাইন সিস্টেম ফোনের   ইউআই-কে করেছে আধুনিক ও চোখের জন্য আরামদায়ক। ডাটা চার্ট, আইকন ও ডিসপ্লে লেআউট বহারকারীর চোখে তথ্য পৌঁছে দেয় একদম সহজ ও স্বাভাবিকভাবে। উন্নত ম্যাটেরিয়াল ও লাইটিং ইফেক্ট স্ক্রিনকে করে তোলে আরও প্রিমিয়াম।

ব্যবহারকারীর প্রয়োজন বুঝে কাজ করে অরিজিন আইল্যান্ড। পরিস্থিতি অনুযায়ী এটি দ্রুত শর্টকাট সাজিয়ে দেয়। যেমন মিটিংয়ের সময় এআই ক্যাপশনস, টেক্সট, ছবি বা ভিডিও খুব সহজে কপি, ড্র্যাগ ও এক ক্লিকে অন্য অ্যাপ বা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যায়। ফলে কাজের গতি বেড়ে যায় কয়েকগুণ।

ফ্লিপ কার্ড প্রযুক্তি ফোন ব্যবহারে এনেছে প্রাণবন্ত অভিজ্ঞতা। ফোন সামান্য ঘোরালেই জাইরোস্কোপ স্ক্রিনের ভিজ্যুয়াল বদলে দেয়। লকস্ক্রিনে ছবি, লাইভ ফটো বা ভিডিও ফোনের নড়াচড়ার সাথে পরিবর্তিত হয়ে অভিজ্ঞতাকে করে তোলে আরও জীবন্ত।

কাজের জন্য এক্স৩০০ প্রো একটি শক্তিশালী সঙ্গী। ভিভো অফিস কিট এবং ওয়ার্কস্পেস অ্যান্ড নোটস ফোনকে বানায় মিনি-অফিস। স্ক্রিন শেয়ার, ফাইল ড্র্যাগ, ফ্রি ট্রান্সফার ও রিয়েল-টাইম নোট সিঙ্কিং কাজকে করে আরও সহজ ও কার্যকর। 

প্রাইভেসির জন্য রয়েছে আলাদা এনক্রিপ্টেড প্রাইভেট স্পেস। যেখানে মূল ফোন স্পেস থেকে সম্পূর্ণ আলাদা এবং পাসওয়ার্ড ও ফিঙ্গারপ্রিন্টের সিকিউরিটিতে থাকে দ্বিগুণ সুরক্ষিত। ফলে ফোন শেয়ার করার প্রয়োজন হলেও ব্যক্তিগত তথ্য থাকে সম্পূর্ণ নিরাপদ।

সবশেষে আছে দীর্ঘমেয়াদি সফটওয়্যার সাপোর্ট ৫ বছরের ওএস আপগ্রেড এবং ৭ বছরের সিকিউরিটি মেইনটেনেন্স। ফলে এই ফোনটি শুধু এখনই নয়, আগামী অনেক বছর ধরেই থাকবে আপডেটেড, নিরাপদ এবং আধুনিক।