News update
  • 94 Palestinians killed in Gaza, 45 people at aid sites      |     
  • Opening of UN rights office at talk stage: Foreign Adviser     |     
  • AC Tabassum Urmi sacked over anti- govt Facebook posts     |     
  • Bangladeshi killed in BSF firing at Chuadanga border      |     
  • Rains Fuel Disasters in 83pc of Brazilian Cities: Report     |     

ভিভো ভি৫০ ফাইভজি: স্টাইলিশ ডিজাইনে এক দৃষ্টিনন্দন স্মার্টফোন

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2025-03-27, 10:00pm

retertet-545ec21b864ca9810f1390d8b60640591743091214.jpg




ভিভো তাদের স্মার্টফোনের ডিজাইনে প্রতিনিয়ত নিয়ে আসছে নতুনত্ত্ব। ব্যতিক্রম নয় ভিভো ভি৫০ ফাইভজি। অত্যাধুনিক জাইস প্রযুক্তির ক্যামেরার পাশাপাশি ডিজাইনেও চমক দেখাচ্ছে ফোনটি। আকর্ষণীয় কালার, আরামদায়ক গ্রিপ এবং নজরকাড়া হলোগ্রাফিক ডিজাইন দিয়ে এবার স্মার্টফোনপ্রেমীদের মন জয় করছে ভিভো ভি৫০ ফাইভজি। 

সারাদিনের ব্যস্ততায় স্বস্তির আশ্বাস

আধুনিকতার এই যুগে ব্যস্ত দুনিয়ার সাথে যোগাযোগ রাখতে স্মার্টফোন ব্যবহার করতে হয় দীর্ঘক্ষণ। যা প্রায় সময় হয়ে দাঁড়ায় অস্বস্তির কারণ। ভিভো ভি৫০ ফাইভজি ফোনটির স্লিম ফ্রেম এবং প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি হাতে ধরতে বেশ আরামদায়ক এবং হালকা। তাই দীর্ঘক্ষণ ব্যবহারেও হবে না অস্বস্তিবোধ। শক্তিশালি ৬০০০ এমএএইচ ব্লু ভোল্ট ব্যাটারি দিবে সারাদিন সংযুক্ত থাকার শক্তি। এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটি এত হালকা যে হাতে নিলে ওজন অনুভব হয় না। 

ফোনটিতে রয়েছে আলট্রা স্লিম ৪ডি ইনফিনিটি কার্ভড স্ক্রিন, যা ব্যবহার করার সময় দেবে আরামদায়ক অনুভূতি। অত্যন্ত সংকুচিত বেজেল এবং কার্ভড ডিসপ্লে স্মার্টফোনটির ডিজাইনকে করেছে আরও উন্নত।

আকর্ষণীয় স্লিম ডিজাইন

ভিভো ভি৫০ ফাইভজি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন এটিকে হাতে ধরলে একদম আরামদায়ক অনুভূতি পাওয়া যায়। এর স্লিম এবং মসৃণ ডিজাইন ফোনটিকে দেখতে খুবই স্টাইলিশ করেছে এবং ব্যবহার করতে সুবিধাজনক করে তুলেছে। ফলে ফোনটি হাতে নিলে পাওয়া যায় আরামদায়ক অনুভুতি। এছাড়াও এর ৪১° গোল্ডেন কার্ভেচার স্মার্টফোনটির পেছনের কভারের সঙ্গে মসৃণভাবে মিশে যায়। তাই ফোনটি হাতে খুবই আরামদায়ক গ্রিপ প্রদান করে। 

ডুয়াল রিং ক্যামেরা মডিউল

ফোনটির ডুয়াল রিং ক্যামেরা মডিউল এর ডিজাইনকে করেছে আরও আকর্ষণীয়। দুটি গোলাকার অংশে তৈরি এই ক্যামেরা মডিউলে একটি ক্যামেরা এবং অন্যটি অরা লাইট। এদের স্থাপনা হয়েছে একদম সঠিক ও নিখুঁতভাবে। ক্যামেরা মডিউলে ম্যাট ডায়মন্ড প্যাটার্ন খোদাই করা আছে, যা ডিজাইনকে আরও আকর্ষণীয় করে তুলেছে। 

রঙে আধুনিকতার প্রকাশ

ভিভো ভি৫০ ফাইভজি স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে আকর্ষণীয় দুটি ভিন্ন কালার অপশনে। ক্লাসিক অথবা বোল্ড, পছন্দ যা-ই হোক ভি৫০ ফাইভজি এর আকর্ষণীয় কালার অপশন ও ডিজাইন মন জয় করছে সবার। স্ট্যারি ব্লু সংস্করণে হলোগ্রাফিক প্রক্রিয়া ব্যবহার করা হয়েছে, যা থ্রিডি ইফেক্ট তৈরি করে। আর স্যাটিন ব্ল্যাক রঙটি ফোনটিকে একটি আভিজাত্যের প্রতিচ্ছবি হিসেবে তুলে ধরে। 

টেকসই ও টিকে থাকতে প্রস্তুত

আকর্ষণীয় ডিজাইনের পাশাপাশি ভিভো ভি৫০ ফাইভজি ফোনটি অত্যন্ত টেকসই। এতে আছে আইপি৬৮ এবং আইপি৬৯ রেটিং, যা সুরক্ষা দেয় পানি এবং ধুলা থেকে। এছাড়াও ফোনটি ১.৫ মিটার গভীর পানিতে ৩০ মিনিট পর্যন্ত ডুবে থাকলেও নষ্ট হবে না। এটি উচ্চ তাপমাত্রার পানির স্প্রে এবং ধুলাবালি প্রতিরোধে সক্ষম। 

ফোনটিতে রয়েছে কুশনিং স্ট্রাকচার এবং কোয়াড-কার্ভড প্রোটেকটিভ কেস, যা ফোনটি পড়ে গেলেও অতিরিক্ত নিরাপত্তা দেয়। আরও আছে দ্বিগুণ মজবুত গোরিলা গ্লাস, যা স্ক্র্যাচ পড়া বা ফাটল ধরা থেকে রক্ষা করে। এদিকে ডায়মন্ড অ্যান্টি-ড্রপ ফিল্ম ফোনেটির সহনশীলতা বাড়ায়।

ভিভো ভি৫০ ফাইভজি এর প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স এবং আকর্ষণীয় রঙের অপশন স্মার্টফোনপ্রেমীদের জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই বলা যায়, এটি শুধু একটি ডিভাইস নয়, এটি সময়োপযোগী স্টাইল ও প্রযুক্তির এক নিখুঁত সমন্বয়।