News update
  • 6 BD peacekeepers killed, 8 hurt in attack on Sudan UN Base     |     
  • Burglary at Hadi’s village home in Jhalokathi      |     
  • Martyred Intellectuals Day on Sunday     |     
  • Campaign from Jan to rein in overuse of antibiotics: Adviser     |     
  • Hadi's condition 'very critical' after bullet causes 'massive brain injury'     |     

বিদেশগামীদের জন্য সরকারের জরুরি সতর্কবার্তা

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2025-12-13, 8:39pm

rwrweweqw-8db37f432317f43107c80a2e3cd048b51765636769.jpg




বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের আইনসংগত অভিবাসনপ্রক্রিয়াকে সহজ করতে চালু হওয়া অনলাইন অ্যাপোস্টিল কার্যক্রমে জালিয়াতি শুরু করেছে একটি অসাধু চক্র। এ পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য জরুরি বার্তা দিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন এটুআই (a2i) প্রোগ্রাম। শনিবার (১৩ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।  

অন্তর্বর্তী সরকারের উদ্যোগে চালু হওয়া এই অনলাইন সেবার মাধ্যমে বিদেশগামী নাগরিকেরা ঘরে বসেই প্রয়োজনীয় পাবলিক ডকুমেন্ট ও সনদ অনলাইনে সত্যায়ন করতে পারছেন। এতে ব্যাপকভাবে সময়, অর্থ ও শ্রম সাশ্রয় হচ্ছে। গত ১১ মাসে প্রায় ১৭ লাখ আবেদন নিষ্পত্তি হয়েছে, যা এই সেবার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

তবে সম্প্রতি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, অ্যাপোস্টিল সনদ জালিয়াতির মাধ্যমে প্রতারণামূলক কার্যক্রম চালিয়ে একটি চক্র জালিয়াতির চেষ্টা করছে। তারা সরকার ব্যবহৃত ডোমেইনের অনুরূপ একাধিক জাল ডোমেইন ব্যবহার করছে। 

এটুআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এরই মধ্যে দুটি জাল সনদপত্রসহ ওয়েবসাইট শনাক্ত হয়েছে, যার সংশ্লিষ্ট ওয়েবসাইট দুটি হলো:

https://apostillemygovbd.news/.application-details/.7020251029 ও https://apostille-mygovbd.com/।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের জাল ডোমেইন বন্ধ করা এবং জালিয়াত চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গত আগস্ট মাসে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ পুলিশ বরাবর পত্র পাঠানো হয়। এর ফলস্বরূপ দুটি জাল ডোমেইন—https://apostile.mygov-bd.com/ ও https://apostiller-bd.com/—ইতিমধ্যে বন্ধ করা হয়েছে। এছাড়াও, জালিয়াতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে ও অন্যান্য জাল ডোমেইনগুলো অবিলম্বে বন্ধ করার প্রয়োজনীয় কার্যক্রম চলমান।

এসব প্রতারণামূলক তৎপরতা বাংলাদেশ সরকারের দেওয়া পাবলিক ডকুমেন্টগুলোর গ্রহণযোগ্যতা ও নাগরিকদের আইনসংগত অভিবাসনপ্রক্রিয়াকে ঝুঁকির মুখে ফেলতে পারে। তাই এটুআই সবার প্রতি অনুরোধ জানিয়েছে, একমাত্র সরকারি ওয়েবসাইট https://www.mygov.bd/ ছাড়া অন্য কোনো সন্দেহজনক লিংক বা ওয়েবসাইটে প্রবেশ কিংবা ব্যক্তিগত তথ্য প্রদান থেকে বিরত থাকতে এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে।