
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত ১৭ বছর দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে।
নওগাঁর এটিম মাঠে এক নির্বাচনি সমাবেশে তারেক রহমান এসব কথা বলেন।
তারেক রহমান আরও বলেন, নওগাঁয় তিন ফসল চালু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বরেন্দ্র কৃষি চালু করেছিলেন। আমরা বিজয়ী হলে ১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ করবো। কৃষকদের কৃষি কার্ড পৌঁছে দেবো।