News update
  • Climate summit hears countries suffering from global warming      |     
  • How to Visit Saint Martin’s Island in This Tourist Season 2025-26     |     
  • Khulna-Mongla dream rail line struggles for freight flow     |     
  • Guterres Urges Fair, Fast, Final Shift to Clean Energy     |     
  • US Shutdown Triggers Over 1,000 Flight Cancellations     |     

পটুয়াখালীতে আগাম ঈদ-উল-ফিতর উদযাপন

ধর্মবিশ্বাস 2024-04-10, 11:23pm

eid-was-celebrated-by-peopleof-some-villages-in-kalapara-on-wednesday-f8269a8354aa403bd7de49a4305207fa1712769822.jpg

Eid was celebrated by peopleof some villages in Kalapara on Wednesday.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ ৭ গ্রামের ১৫ হাজার মানুষ ঈদ-উল-ফিতর উদযাপন করেছেন। বুধবার সকাল থেকে ঈদের আমেজ লক্ষ্য করা গেছে শিশু-কিশোরসহ এসব গ্রামের সব বয়সী মানুষের মাঝে। 

সকাল ৯ টায় কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া জাহাগিরিয়া শাহ্সূফি মমতাজিয়া দরবার শরীফ প্রাঙ্গনে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া কলাপাড়া পৌর শহরের নাইয়াপট্রি, উপজেলার ছোনখোলা, সাফাখালী, চম্পাপুর,   লালুয়া ও বালিয়াতলী ইউনিয়নে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয়ভাবে এরা চট্রগ্রামের এলাহাবাদ সুফিয়া ও চানটুপির অনুসারী হিসেবে পরিচিত। প্রতি বছর সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের মুসলমানদের সঙ্গে মিল রেখে আগাম ঈদ পালন করেন এ চান টুপি অনুসারীরা। প্রায় ২০০ বছর ধরে তারা আগাম ঈদ উদযাপন করে আসছে। - গোফরান পলাশ