
ঢাকার কেরানীগঞ্জের বাবু বাজার এলাকায় ১২ তলা একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।
শনিবার (১৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে জমেলা টাওয়ার নামে ওই ভবনে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সকাল ৫ টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ৫টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস।
বার্তায় আরও জানানো হয়েছে, কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট ১২টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে।