News update
  • Israeli airstrikes on Rafah kill at least 22 people     |     
  • PM Hasina returns home after six-day Thailand visit     |     
  • Heatwave spoils potatoes imported from India via Hili land port     |     
  • PM Hasina leaves for Dhaka after six-day Thailand visit     |     
  • Dhaka's air 6th worst in the world Monday morning     |     

জলবায়ু বিষয়ক জরুরি অবস্থা ঘোষণা করেছে ভানুয়াতু

গ্রীণওয়াচ ডেস্ক জলবায়ু 2022-05-28, 2:41pm

image-43785-1653723128-4a5797246238b5c300761dcc5b533d761653727371.jpg




ভানুয়াতুর পার্লামেন্ট দেশটিতে জলবায়ু বিষয়ক জরুরি অবস্থা ঘোষণা করেছে।
দেশটির প্রধানমন্ত্রী জলবায়ুর প্রভাব মোকাবেলায় ১শ’ ২০ কোটি মার্কিন ডলারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
পোর্ট ভিলায় শুক্রবার পার্লামেন্টে প্রধানমন্ত্রী বব লাফম্যান বলেন, সমুদ্র স্তরের উচ্চতা এবং দুর্যোগপূর্ন আবহাওয়া ইতোমধ্যে এই দ্বীপ রাষ্ট্রের ওপর এলোমেলো প্রভাব ফেলেছে।
তিনি এ প্রসঙ্গে গত দশকে ভয়ংকর দ’ুটি ঘূর্ণিঝড় এবং ব্যাপক খরার কথা তুলে ধরেন।
লাফম্যান বলেন, বিশ্ব ইতোমধ্যে ভীষণ উত্তপ্ত এবং অনিরাপদ হয়ে উঠেছে। ভবিষ্যতে নয়, আমরা এখনই বিপজ্জনক অবস্থায় রয়েছি।
দেশটির পার্লামেন্ট সর্বসম্মতভাবে জরুরি অবস্থা ঘোষণার এ পদক্ষেপকে সমর্থন দিয়েছে।
বিশ্বে ব্রিটেন, কানাডা ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় প্রতিবেশী দেশ ফিজিসহ বেশ কয়েকটি দেশ জলবায়ু বিষয়ক জরুরি অবস্থা ঘোষণা করেছে।
এদিকে ভানুয়াতুর প্রধানমন্ত্রী প্যারিস চুক্তিতে দেশটির বর্ধিত অঙ্গীকারের রূপরেখাও তুলে ধরেন। তিনি জলবায়ু পরিবর্তন, প্রশমন ও প্রভাব মোকাবেলায় ব্যয় বাবদ খসড়া প্রস্তাবে ১শ’ ২০ কোটি মার্কিন ডলারের কথাও উল্লেখ করেন।
এ সব তহবিলের অধিকাংশ অর্থায়ন দাতা দেশগুলো থেকে আসবে বলেও তিনি জানান। তথ্য সূত্র বাসস।