News update
  • Chuadanga sees hottest day 43 degree Celsius in 10 yrs     |     
  • HC orders keeping all schools, colleges shut till Thursday     |     
  • Record load shedding of 3200 MW: Mercury hits 43°C     |     
  • MM records hottest ever April temperature of 48.2C: weather dept     |     
  • Kenya dam bursts, killing at least 42: governor     |     

উপসাগরে গ্রীসের দুই ট্যাঙ্কার জাহাজ আটক ইরানের বিপ্লবী গার্ডের

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2022-05-28, 2:41pm

image-43783-1653711731-b37828c753a3424b7d4013458a83237c1653727263.jpg




ইরানের বিপ্লবী গার্ড শুক্রবার উপসাগরে গ্রীসের তেলবাহী দুইটি ট্যাঙ্কার জাহাজ আটক করেছে। রাশিয়ার একটি ট্যাঙ্কার থেকে জব্দ করা ইরানের তেল ওয়াশিংটনে পাঠানোর কথা এথেন্স   নিশ্চিত করার কয়েকদিন পর এ দুই জাহাজা আটক করা হলো। খবর এএফপি’র।

বিপ্লবী গার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, ‘আইআরজিসি নৌবাহিনী শুক্রবার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পারস্য উপসাগরে গ্রীসের দুইটি তেলবাহী ট্যাঙ্কার জাহাজ আটক করেছে।’

গ্রীস ‘জলদস্যুতার’ এই ঘটনায় তাৎক্ষণিকভাবে ইরানকে দায়ী করে। তথ্য সূত্র বাসস।