News update
  • UN Launches $33 Billion Appeal to Aid 135 Million People     |     
  • CA urges united efforts to stop food contamination voicing concern     |     
  • Tarique obliquely slams Jamaat for ‘propaganda’ against BNP echoing AL     |     
  • Medical team hopeful about Khaleda’s recovery in Bangladesh     |     
  • Beanibazar green cover shrinks, migratory birds disappear     |     

আসাদ সরকারের পতনের প্রথম বার্ষিকী, যে প্রতিশ্রুতি দিলেন প্রেসিডেন্ট শারা

গ্রীণওয়াচ ডেস্ক গনতন্ত্র 2025-12-08, 6:48pm

ferewrewre-7c61c04f077841248e10efbe1c3411a51765198119.jpg

আসাদ সরকারের পতনের প্রথম বার্ষিকীতে উমাইয়া মসজিদে ফজরের নামাজ আদায়ের পর আল শারা বক্তব্য রাখছেন। ছবি: সংগৃহীত



সিরিয়ার বাশার আল আসাদের শাসনের পতনের প্রথম বার্ষিকীতে প্রেসিডেন্ট আহমেদ আল শারা মন্তব্য করেছেন, তার দেশ পুনর্গঠনের একটি নতুন পর্যায়ে প্রবেশ করছে। এ সময় শক্তিশালী সিরিয়া গঠনের প্রতিশ্রুতি দেন শারা।

সিরিয়ান আরব নিউজ এজেন্সি (সানা)র বরাত দিয়ে টিআরটি ওয়ার্ল্ড এই খবর জানিয়েছে।

সোমবার দামেস্কের উমাইয়া মসজিদে ফজরের নামাজ আদায়ের পর এক ভাষণে, সামরিক পোশাক পরিহিত আল শারা সিরিয়ানদের উদ্দেশ্যে বলেন, ‘কেউ, যত মহানই হোক না কেন, আমাদের পথে দাঁড়াতে পারবেন না। কোনো বাধা আমাদের থামাতে পারবে না, আমরা একসাথে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করব।’ 

‘উত্তর থেকে দক্ষিণে এবং পূর্ব থেকে পশ্চিমে, সৃষ্টিকর্তার ইচ্ছায়, আমরা সিরিয়াকে আবার শক্তিশালী করে তুলব। বর্তমান এবং অতীতের মতো যোগ্য করে পুনর্গঠন করব।

প্রেসিডেন্ট শারা আরও বলেন, পরবর্তী ধাপ দুর্বলদের পাশে দাঁড়ানো  এবং মানুষের মধ্যে ন্যায়বিচার নিশ্চিত করার উপর ভিত্তি করে হবে।

প্রায় ২৫ বছর ধরে সিরিয়ার ক্ষমতায় থাকা আসাদ গত ডিসেম্বরে রাশিয়ায় পালিয়ে যান, যার ফলে ১৯৬৩ সাল থেকে ক্ষমতায় থাকা বাথ পার্টির শাসনের অবসান ঘটে। জানুয়ারিতে আল শারা’র নতুন অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠিত হয়।

 এদিকে, সিরিয়ার জনগণ ৬১ বছরের বাথ শাসনের পতনের প্রথম বার্ষিকী উদযাপন করছে এবং নতুন করে আশাবাদ ব্যক্ত করছে যে তাদের দেশ একটি স্বাধীন, নিরাপদ দেশে রূপান্তরিত হচ্ছে।

রাজধানী দামেস্কের বাসিন্দারা বলছেন, ক্ষমতাচ্যুত বাশার আল আসাদের শাসনামলে তারা যে কষ্টের মুখোমুখি হয়েছিলেন তার অবসান হয়েছে, তারা আত্মবিশ্বাস প্রকাশ করেছেন, নতুন প্রশাসন সিরিয়াকে একটি উন্নত ভবিষ্যতের দিকে নিয়ে যাবে, বিশেষ করে স্বাধীনতা, অর্থনীতি এবং নিরাপত্তার ক্ষেত্রে।

আসাদ সরকারের পতনের পর প্রতিষ্ঠিত নতুন সরকার বিদ্যুৎ এবং সরকারি কর্মচারীদের বেতনসহ মৌলিক পরিষেবা প্রদানের পদক্ষেপ নিয়েছে, একই সাথে নাগরিকদের দৈনন্দিন জীবনকে সরাসরি প্রভাবিত করে এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে।

এছাড়া জুন মাসে এক ডিক্রিতে সরকারি কর্মচারীদের বেতন ২৫০,০০০ সিরিয়ান পাউন্ড থেকে ৭৫০,০০০ সিরিয়ান পাউন্ড পর্যন্ত বৃদ্ধি করা হয়।