News update
  • UNGA urges renewed int’l efforts for a resolution of Rohingya crisis      |     
  • First National AI Readiness Assessment Report Published     |     
  • China calls for implementation roadmap for new finance goal     |     
  • New gas reserve found in old well at Sylhet Kailashtila field     |     
  • Revenue earnings shortfall widens in October     |     

৩ দিনের সফরে শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-11-20, 9:37pm

4e1d6d40417eadf116dc16edcd89d7355b274db4687fad81-acc04d4cce699255e790015129e07ddc1763653056.jpg




তিন দিনের রাষ্ট্রীয় সফরে আগামী শনিবার (২২ নভেম্বর) ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। এ সফরে দুই দেশের মধ্যে অন্তত তিনটি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব মো. আসাদ আলম সিয়াম।

তিনি বলেন, সফরের প্রথম দিন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একান্ত ও প্রতিনিধি পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক হবে। এখানেই কৃষি খাতের তিনটি সমঝোতা স্মারক সই হতে পারে। এ ছাড়া পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ভুটানের প্রধানমন্ত্রী।

সফরের দ্বিতীয় দিন (রোববার) রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন শেরিং তোবগের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন। এ ছাড়া তিনি ঢাকার ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন। আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণ, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন, সাংস্কৃতিক ও ক্রীড়া খাত প্রাধান্য পাবে।

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির ত্রিদেশীয় চুক্তি এবং দেশটিতে বাংলাদেশিদের জন্য ট্রাভেল ট্যাক্স কমানোর বিষয়ে অনুরোধ জানানো হবে।

প্রধান উপদেষ্টার আমন্ত্রণে ২২-২৪ নভেম্বর সফর করবেন শেরিং তোবগে। সফর শেষে আগামী সোমবার (২৪ নভেম্বর) ঢাকা ত্যাগ করবেন তিনি।

সফরকালীন ভুটানের প্রধানমন্ত্রীকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) হিসেবে ঘোষণা করেছে সরকার। গত ১৬ নভেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে।