News update
  • FAO Warns of ‘Silent Crisis’ as Land Loss Threatens Billions     |     
  • Indices tumble on both bourses amid broad-based sell-off     |     
  • BNP Names 237 Possible Candidates for Polls     |     
  • Bangladeshi leader of disabled people of world Dulal honoured     |     
  • UN Report Warns Inequality Fuels Global Pandemic Vulnerability     |     

ট্রেনের ছাদ থেকে নামিয়ে দেয়া হচ্ছে যাত্রীদের

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-03-28, 9:04am

e2949eb2fa9a4c81553fc4cbd16f8dbc9bc3c63ce5a5c431-e7dc2fafa1b32cb46e481206fa4c8d641743131090.jpg




ঈদযাত্রায় ট্রেনের ছাদে যাত্রী ওঠা রোধে কঠোর ব্যবস্থা নিচ্ছে রেলপথ মন্ত্রণালয়। ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে বাড়ি ফেরা মানুষের ঢল। ভিড় বাড়লে অনেকে ছাদে ওঠার চেষ্টা করলেও তাদের নামিয়ে দেয় কর্তৃপক্ষ।

শুক্রবার (২৮ মারচ) সকালে মহুয়া এক্সপ্রেস ট্রেনের ছাদে উঠে পড়েন অনেক যাত্রী। যদিও টের পেয়ে রেল পুলিশ এবং রেলওয়ে নিরাপত্তা কর্মীরা তাদের নামিয়ে দেয়। 

এরপর সোয়া ৮ টায় ট্রেনটি ছেড়ে যায়। যদিও পুরো ট্রেনের ভিতরে কোথাও ছিল না তিল পরিমাণ জায়গা। 

এদিকে সকাল থেকে এদিন এখনও পর্যন্ত ৯ টি ট্রেন ছেড়ে গেলেও ছিল না কোন সিডিউল বিপর্যয়। সঙ্গে রয়েছে ঢোকার পথে চেকিংয়ের ব্যবস্থা। লম্বা ছুটি এবং সার্বিক ব্যবস্থাপনায় যাত্রীরা বাড়তি দুর্ভোগ ছাড়াই ছুটে যাচ্ছেন আপনজনের কাছে।