News update
  • Recycling Economy Empowers Thousands Across Bangladesh     |     
  • Global Heatwave Persists as April Nears Record Temperatures     |     
  • Guterres welcomes India-Pakistan ceasefire     |     
  • China now favourite higher edu destination for BD students      |     
  • Dhaka’s air ‘unhealthy for sensitive groups’ Sunday morning     |     

কলাপাড়ায় স্বাধীনতা দিবসে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত

খবর 2025-03-26, 11:48pm

coast-guard-vessels-were-open-for-visit-by-members-of-the-public-in-kalapara-on-wednesday-26-march-2025-50dc39afa4681f6131c2a1684b8e55d31743011301.jpg

Coast Guard vessels were open for visit by members of the public in Kalapara on Wednesday 26 March 2025.



পটুয়াখালী: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত করে দেয়া হয়েছে। বুধবার বেলা ১২টায় পায়রা বন্দরের সার্ভিস জেটিতে কোষ্টগার্ডের বিসিজিএস অপরাজেয় বাংলা নামের জাহাজটি জনসাধারণের দর্শনের জন্য উমুক্ত করা হয়। 

এসময় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ এ জাহজটি দেখতে আসেন। পরে জাহাজটি সম্পর্কে মানুষের কৌতূহল এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন কোস্টগার্ডের দায়িত্বশীল কর্মকর্তারা। 

জাহাজের গভীর সমুদ্রে গমন ও উপকূলীয় অঞ্চলে টহল প্রদান, উদ্ধার ও অনুসন্ধান কর্মকাণ্ড, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ, জলদস্যুতা দমন, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং যুদ্ধ কৌশল সম্পর্কে জানতে পেরে উচ্ছ্বসিত হন দর্শনার্থীরা। - গোফরান পলাশ