News update
  • Let's build a society of love, tolerance, peace and harmony: Tarique Rahman      |     
  • Bangladesh at a Crossroads as 2025 Reshapes the Nation     |     
  • Khaleda Gets Eternal Farewell from Over a Million of Hearts     |     
  • Sea of Mourners Gathers to Pay Tribute to Khaleda Zia     |     

১১৩২ রেস্তোরাঁ থেকে গ্রেপ্তার ৮৭২

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-03-06, 10:49pm

images-18-27bf75dc05c10bdd2c89dedda862a9531709743861.jpeg




বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর গত তিন দিনে রাজধানীর ১ হাজার ১৩২টি রেস্তোরাঁয় অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ছাড়া ২০৭টি গ্যাস সিলিন্ডারের দোকান এবং আটটি রাসায়নিকের গুদামেও অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলার এ বাহিনী।

এসব অভিযানে ৮৭২ জনকে গ্রেপ্তার এবং ২০টি মামলা দায়ের করা হয়েছে। ৮৮৭টি ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি করেছে ডিএমপি।

সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর এলাকায় হোটেল-রেস্তোরাঁ, ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডারের দোকান ও রাসায়নিকের গুদামে অভিযান চালাচ্ছে পুলিশ। এর ধারাবাহিকতায় গত রবি, সোম ও মঙ্গলবার মোট এক হাজার ৩৪৭টি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

এর মধ্যে ১ হাজার ১৩২টি হোটেল-রেস্তোরাঁ, ২০৭টি গ্যাস সিলিন্ডারের দোকান এবং আটটি রাসায়নিকের গুদাম।

এর আগে মঙ্গলবার (৫ মার্চ) রাজধানীর গুলশান, মিরপুর ও উত্তরা এলাকার বেশ কিছু রেস্তোরাঁয় অগ্নিনিরাপত্তা ঝুঁকি পরিদর্শন এবং মোবাইল কোর্ট পরিচালনা করে ডিএনসিসি। এদিন দুটি রেস্তোরাঁয় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা না থাকায় সিলগালা করে দেওয়া হয়। সেই সঙ্গে বিভিন্ন অনিয়মে ৮ রেস্তোরাঁ থেকে মোট এক লাখ ৫৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তথ্য সূত্র আরটিভি নিউজ।