News update
  • BD, South Asian students under attack by violent mobs in Kyrgyzstan     |     
  • Woman, son among four die as lightning strikes in Narsingdi     |     
  • BD, Indian, Pakistani students under attack by mobs in Kyrgyzstan     |     
  • Journalists don’t need to enter BB, every info on website: Quader     |     
  • Leverage national consensus to sign basin-based water treaties     |     

নড়াইলে শিক্ষক হেনস্তার ঘটনা খতিয়ে দেখা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-06-29, 9:39pm

image-48369-1656514366-ba6c71f6a49b57c01dd0bc008e4f3d921656517154.jpg




নড়াইলে এক শিক্ষককে জুতার মালা পরানোর ঘটনায় কার কতটুকু গাফিলতি ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 

প্রিন্সিপালকে জুতার মালা পরানো একটা দুঃখজনক ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘ধর্ম অবমাননার অভিযোগ তুলে কলেজের ছাত্র ও স্থানীয়রা ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরিয়ে দেয়। এই ঘটনায় আমরা সত্যিই দুঃখিত’।

স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার সচিবালয়ে  মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং শিল্পাঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ বিষয়ক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

নড়াইলের ঘটনার দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,‘দেখুন অকস্মাৎ অনেক ঘটনা ঘটে যায়, যেগুলো হঠাৎ করেই ঘটে যায়। এই ঘটনায় আমরা সত্যিই দুঃখিত, এ ধরনের একজন শিক্ষককে জুতার মালা পরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা। আমাদের ডিসি-এসপি তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে ব্যবস্থা নিয়েছিল।

ঘটনাটি খুবই অল্প সময়ের মধ্যে ঘটেছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘মনে হয়েছে, উত্তেজিত জনতা এত বেশি একত্র হয়ে গিয়েছিল, সেখানে পুলিশ কিছু করার আগেই ঘটনা ঘটে গিয়েছিল। 

নড়াইলের ঘটনায় পুলিশের কোনো অবহেলা ছিল কি না, প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন,‘আমি তো বলেছি, কেউ কোনো দায়িত্ব পালনে অবহেলা করলে, পুলিশ করুক কিংবা জেলা প্রশাসনের কর্মকর্তা করুক কিংবা যেই করুক, কিংবা কোনো জনপ্রতিনিধি করে থাকুক, সেখানে সবাই ছিল, আমি শুনতে পেয়েছি। সেখানে কার কতখানি গাফিলতি রয়েছে, সেই বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’

উত্ত্যক্তের ঘটনায় শাসন করায় গত শনিবার সাভারের হাজি ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে স্টাম্প দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে তারই প্রতিষ্ঠানের দশম শ্রেণির এক শিক্ষার্থী। দুই দিন পর ওই শিক্ষকের মৃত্যু হয়। বুধবার ভোরে ওই ছাত্রের বাবা উজ্জ্বল হোসেনকে কুষ্টিয়া থেকে গ্রেফতার করেছে পুলিশ।

ছাত্রের হাতে শিক্ষক হত্যার এ ঘটনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা আমাদের শিক্ষা দেন তাদেরকে যদি ছাত্র হত্যা করে, তাহলে আমাদের কতখানি নৈতিক অবক্ষয় হয়েছে, আপনারাই চিন্তা করুন। তবে আমাদের যেটা করণীয়, সেটা করেছি, আমরা তার বাবাকে ধরেছি, শিগগিরই তাকেও ধরব এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’ তথ্য সূত্র বাসস।