News update
  • Air ambulance carrying bullet-hit Hadi flies for Singapore     |     
  • Can Dhaka’s arms recovery drive ensure peaceful polls?     |     
  • ‘Unhealthy’ air quality recorded in Dhaka Monday morning     |     
  • BD peacekeepers' deaths: UN chief calls Dr. Yunus, offers condolence     |     
  • Bangladesh Plans Rockets, Satellites, and Space Industrial Park     |     

বোর্ডের কাছ থেকে জবাব না পেলে চিরতরে ক্রিকেট ছেড়ে দেবেন রুমানা

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-05-23, 2:29pm

e219b0f724b62f6caa52271353a1641b1605d6a795fc993c-ad484a63ac7c7fc75794b019d264cc381747988997.jpg




লম্বা সময় জাতীয় দল এবং ক্যাম্পের বাইরে থাকার কারণ জানতে চেয়ে বোর্ডের কাছে জবাব চেয়েছেন নারী দলের অভিজ্ঞ অলরাউন্ডার রুমানা আহমেদ। বোর্ডের কাছ থেকে কোনো সদুত্তর না পেলে ক্রিকেটকে বিদায় জানানোর কথা বলেছেন এই ক্রিকেটার।

২০২২ সালে জাতীয় দলের জার্সিতে সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন রুমানা। এরপর ১৬ মাস জাতীয় দল কিংবা দলের কোনো ক্যাম্পেও ডাক পাননি। গত বছরের জুলাইতে এশিয়া কাপের আগে ডাক পেয়েছিলেন ক্যাম্পে। সেবার তিনটি ম্যাচও খেলেছিলেন টি-টোয়েন্টি ফরম্যাটে। তবে এরপর আবার রাডারের বাইরে।

দীর্ঘ সময় জাতীয় দল এবং ক্যাম্পের বাইরে থাকায় ক্ষোভ থেকে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছেন রুমানা। দলের বাইরে থাকার কারণ জানতে চেয়েছেন বোর্ডের কাছে। আর বোর্ডের কাছে সদুত্তর না পেলে ক্রিকেট ছেড়ে দেবেন বলে জানিয়েছেন তিনি।

সময় সংবাদকে এই ক্রিকেটার বলেন, 'আমি জানি না আমার সঙ্গে এটা কেন হচ্ছে। এটা অনেক হতাশাজনক। আমার তো অন্তত জানার অধিকার আছে, কেন আমি কোথাও নেই। আর সে কারণেই মূলত এই স্ট্যাটাস দেয়া। এর আগেও অনেকের সঙ্গে কথা বলেছি, হতাশা থেকে এরকম স্ট্যাটাস দিয়েছি। তবে এটাই আমার শেষ চেষ্টা। আমি তো এরকম আশা নিয়ে বসে থাকতে পারব না। হয় খেলব আর না হলে একদমই ছেড়ে দিতে হবে।'

এরপরেও বোর্ডের কাছ থেকে কোনো জবাব না পেলে কী করবেন, সে প্রশ্নের উত্তরে রুমানা বলেন, 'ঘরোয়া ক্রিকেট খেলেই ক্রিকেটকে বিদায় জানাব। বোর্ডের চুক্তি থেকেও নিজেকে সরিয়ে নেব।'

তিনি আরও বলেন, 'স্ট্যাটাসের পর এখন পর্যন্ত বোর্ডের পক্ষ থেকে কেউ যোগাযোগ করেনি। হয়তো ছেলেদের খেলা নিয়ে সবাই ব্যস্ত। গত ৩ বছরেও কারো থেকে কোনো রেসপন্স পাইনি। সতীর্থরা দুয়েকজন জিজ্ঞেস করেছে কী সমস্যা হচ্ছে।'

টিম ম্যানেজমেন্টের উদাসীনতা নিয়ে এর আগেও বোর্ডের বিভিন্ন কর্তার সঙ্গে কথা বলেছেন রুমানা। সেখানেও পাননি কোনো সদুত্তর, 'আমার সঙ্গে ফাহিম স্যারের, নির্বাচক শিপন ভাইয়ের কথা হয়েছে। আগে যখন বাশার ভাই ছিল তার সঙ্গেও কথা হয়েছে। উনারা বলেছেন দেখতেছি ব্যাপারটা। এরপর আর কিছুই হয়নি।'

তিনি আরও বলেন, 'এটা ক্রিকেট। পারফরম্যান্স থাকলে খেলব, না থাকলে খেলব না। তবে আমাকে বাদ দেয়া হয়েছে বলে নজরেই থাকব না, এমন তো হওয়ার কথা নয়। ভালো খেললে দলে আসব, খারাপ খেললে বাদ যাব, এটাই তো নিয়ম। কিন্তু এখানে সেটা হচ্ছে না। আমার ক্ষেত্রে হয়নি। এত দীর্ঘ সময় ধরে দলের বাইরে আছি, এমন নয় যে আমি আর খেলতে পারছি না বা একেবারেই ফর্ম নেই। এমনও না। তাহলে এটা কেন হচ্ছে? এরকম ব্যবহার তো আমি পাওয়ার কথা না৷'

বোর্ডের কাছে সদুত্তর চেয়ে তিনি বলেন, 'তারা নতুনদের নিয়ে দল গড়তে চায়। যারা এখন দলে আছেন, তারা কি সবাই ভালো করছে? ভালো-খারাপ মিলিয়েই তো দল হচ্ছে। সিনিয়র-জুনিয়র কম্বিনেশনেই দল হওয়া উচিত। আমার কী ঘরোয়ার পারফরম্যান্স খারাপ? গত মৌসুমেও আমার একটা সেঞ্চুরি আছে, বোলিংয়েও আমার রেকর্ড ভালো। তবুও কেন আমাদের সাথে এমন করা হচ্ছে, সেটা জানা জরুরি। তাদের কী ইচ্ছা আমি জানি না, আমাকে একটু ক্লিয়ার করলে আমি খুশি হতাম। আমার আর এগুলো ভালো লাগছে না।'

গত মঙ্গলবার (২০ মে) নিজের ফেসবুকে এক পোস্টে রুমানা লেখেন, 'বিসিবির সম্মানিত অভিভাবকদের বলছি। আমি খেলি কিংবা না খেলি, এমন অনৈতিকতা ও বিশৃঙ্খলা আর চলতে পারে না। দয়া করে আমাকে চূড়ান্ত সমাধান দিন। কোনো কারণ ছাড়া দীর্ঘ তিন বছর বাইরে থাকা কোনো রকমের হাস্যকর বিষয় নয়।'

তিনি আরও লেখেন, 'আমার রেকর্ডই প্রমাণ করে যে আমি কখনোই অবহেলা করে কিংবা নোংরা ক্রিকেট খেলিনি এবং কখনোই কোনো অনৈতিক কাজে জড়াইনি। সিনিয়রিটি কখনোই অভিশাপ হতে পারে না। আমি স্পষ্টভাবে ন্যায়বিচার চাই, তাদের বিরুদ্ধে যারা আমার উজ্জ্বল ক্রিকেট ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে।'

মূলত, বোর্ডকে ইঙ্গিত করে রুমানার দেয়া এই স্ট্যাটাসের পর থেকেই তার বিষয়টি আলোচনায় আসতে শুরু করে। এবার বোর্ডের পক্ষ থেকে কী উত্তর আসে, সেটিই দেখার অপেক্ষা। সময়।