সূর্যকুমার যাদব ও লোকেশ রাহুলের দুর্দান্ত ব্যাটিং নৈপুন্যে সুপার টুয়েলভে গ্রুপ-২এ নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে জিম্বাবুয়েকে ৭১ রানে হারিয়েছে ভারত।
এই জয়ে ৫ খেলায় ৮ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। সমানসংখ্যক ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এই গ্রুপের রানার্স-আপ হয়েছে পাকিস্তান।
অ্যাডিলেডে আগামী ১০ নভেম্বর বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে গ্রুপ-২এর রানার্স-আপ ইংল্যান্ডের বিপক্ষে খেলবে ভারত। ৯ নভেম্বর বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে লড়বে গ্রুপ-১এ চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড ও পাকিস্তান।
আজ মেলবোর্নে নিয়মরক্ষার ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ভারত। চতুর্থ ওভারে নামের পাশে ১৫ রান রেখে বিদায় নেন অধিনায়ক রোহিত শর্মা।
দলীয় ২৭ রানে প্রথম উইকেট পতনের পর জুটি বাঁধেন রাহুল ও বিরাট কোহলি। দ্বিতীয় উইকেটে ৪৮ বলে ৬০ রান তুলেন তারা। কোহলি ২৫ বলে ২৬ রানে থামলেও ৩টি করে চার-ছক্কায় ৩৫ বলে ৫১ রান করেন রাহুল।
চার নম্বরে নেমে ব্যাট হাতে ঝড় তুলেছেন সূর্য। ২৩ বল খেলে টি-টোয়েন্টিতে ১২তম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ইনিংসের শেষ পর্যন্ত খেলে ২৫ বলে ৬১ রানে অপরাজিত থাকেন তিনি। টি-টোয়েন্টির এক নম্বর ব্যাটার সূর্যের ইনিংসে ৬টি চার ও ৪টি ছক্কা ছিলো। ২০ ওভারে ৫ উইকেটে ১৮৬ রানের বড় সংগ্রহ পায় ভারত। জিম্বাবুয়ের সিন উইলিয়ামস ৯ রানে ২ উইকেট নেন।
১৮৭ রানের বড় টার্গেটে খেলতে নেমে ভারতীয় পেসারদের তোপের মুখে পড়ে জিম্বাবুয়ে। ৩৬ রানের মধ্যে প্যাভিলিয়নে ফিরেন টপ-অর্ডারের পাঁচ ব্যাটার। ষষ্ঠ উইকেটে ৩৫ বলে ৬০ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন সিকান্দার রাজা ও রায়ান বার্ল।
পরের দিকে ভারতের স্পিনার রবীচন্দ্রন অশ্বিনকে সামলাতে না পেরে ১৬ বল বাকী থাকতে ১১৫ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। দলের পক্ষে বার্ল ২২ বলে ৩৫ ও রাজা ২৪ বলে ৩৪ রান করেন। অশ্বিন ৩টি, সামি-পান্ডিয়া ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন ভারতের সূর্য।
প্রথম রাউন্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার টুয়েলভে উঠেছিলো জিম্বাবুয়ে। এই পর্বে ৫ ম্যাচে ১টি করে জয় ও পরিত্যক্ত ম্যাচের সাথে ৩ হারে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থেকেই বিশ্বকাপ শেষ করলো জিম্বাবুয়ে। তথ্য সূত্র বাসস।