News update
  • Khulna falls short of jute output target for lack of incentives     |     
  • UNRWA Report on the Humanitarian Crisis in Gaza & West Bank     |     
  • Rail link with Khulna cut off as train derails in Chuadanga     |     
  • 3 killed, 10 injured in Pabna Bus-truck collision     |     
  • UN Chief Appalled as Gaza Crisis Deepens, Aid Blocked     |     

ইসলামপুর উপজেলায় মেগা সুপার লীগ ২০২৫-এর ফাইনাল অনুষ্ঠিত

Football 2025-07-05, 11:40am

img-20250705-wa0002-01-c3e623517542c83bed2341af5a4cec981751694014.jpeg

ASM Abdul Hakim former Cabinet secretary to the government was the chief guest at a football super league match at Islampur upazila on Friday.



শুক্রবার, ৪ জুলাই ২০২৫ ইং তারিখে ইসলামপুর উপজেলার হারিয়াবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো বহুল আলোচিত মেগা সুপার লীগ ২০২৫-এর ফাইনাল খেলা। প্রতিযোগিতায় হারিয়াবাড়ী (ইসলামপুর) বনাম দিঘলকান্দি (দেওয়ানগঞ্জ) দল অংশগ্রহণ করে। খেলাটি ঘিরে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।

মেগা ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রিপরিষদ সচিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি জনাব এ এস এম আব্দুল হালিম।

প্রধান অতিথির বক্তব্যে জনাব এ এস এম আব্দুল হালিম বলেন, “খেলাধুলা শুধু শারীরিক সুস্থতা নিশ্চিত করে না, এটি যুব সমাজকে অনৈতিক কর্মকাণ্ড ও মাদক দ্রব্যের ভয়াবহতা থেকে দূরে রাখে। খেলাধুলার মাধ্যমেই সমাজে শৃঙ্খলা, বন্ধুত্ব ও সুস্থ প্রতিযোগিতা তৈরি হয়। তাই আমাদের উচিত নিয়মিত এমন আয়োজনের মাধ্যমে এলাকার তরুণদেরকে ইতিবাচক পথে উৎসাহিত করা।”

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়। স্থানীয়  বিএনপি'র নেতৃবৃন্দ, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ ক্রীড়ামোদী, বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এবং বিপুল সংখ্যক দর্শক পুরো সময় মাঠে উপস্থিত ছিলেন।

খেলায় হারিয়াবাড়ি দল বিজয় লাভ করে।