চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে একের পর এক অঘটন ঘটেই চলেছে। দিনের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে হেরে সেমিফাইনাল থেকে ছিটকে যায় দক্ষিণ আফ্রিকা। যার সুবাদে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের জয়ী দলের সেমিতে জায়গা করে নেওয়ার সুযোগ তৈরি হয়।
রোববার (৬ নভেম্বর) অ্যাডিলেড ওভালে সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান দল। এই জয়ে শুরুতে ধুকতে থাকা ২০০৯ সালের চ্যাম্পিয়নরা শেষ পর্যন্ত সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।
কোনোরকমে শেষ চারে উঠে এখন থেকেই সেমিফাইনালের অঙ্ক কষা শুরু করে দিয়েছেন পাক অধিনায়ক বাবর আজম। তবে এই অর্জনে পুরো দলের প্রশংসা করেছেন তিনি। ম্যাচ শেষে বাবর বলেন, এটা দলগত খেলার ফসল। ক্রিকেট সত্যিই খুব মজার খেলা। যেভাবে আমাদের দলের ক্রিকেটাররা শেষ চারের জায়গা পাকা করল তার জন্য ওদের কোনো প্রশংসা যথেষ্ট নয়। সামনে সেমিফাইনাল। এখন থেকেই সেই পরিকল্পনা শুরু করব।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে তারকা এই ব্যাটার বলেন, অ্যাডিলেডের উইকেটে ব্যাট করা খুব একটা সহজ ছিল না। দুই রকমের গতি ছিল। কোনো বল দ্রুত ব্যাটে আসছিল, আবার কোনো বল থেমে আসছিল। তাই শট খেলতে সমস্যা হচ্ছিল।
পাকিস্তান দল সেমিফাইনালে জায়গা করে নিলেও দলের সবচেয়ে বড় ভরসার জায়গা বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান ব্যাট হাতে রান করতে ব্যর্থ হয়েছেন। যার ফলে মিডল অর্ডার ব্যাটসম্যানদের ওপর চাপ বাড়ে।
এই প্রসঙ্গে পাক অধিনায়ক বলেছেন, আমি ও রিজওয়ান শেষ পর্যন্ত (বাংলাদেশের বিপক্ষে) খেলতে চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেটা হলো না। কিন্তু হ্যারিস আক্রমণাত্মক ব্যাটিং করেছে। ওকে দেখে ভালো লাগছে। তবে এখন নিজেদের ব্যাটিং নিয়ে কিছু ভাবছি না। সেমিফাইনাল খেলতে মুখিয়ে আছি।
গ্রুপ ২ এর রানার্সআপ হওয়ায় সেমিফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ গত বিশ্বকাপের রানার্সআপ নিউজিল্যান্ড। আর অন্য সেমিফাইনালে ভারত মাঠে নামবে ইংল্যান্ডের বিরুদ্ধে। তথ্য সূত্র আরটিভি নিউজ।