News update
  • People’s unity urged to establish right on 54 common rivers     |     
  • UZ Polls: Voter turnout to increase in 2nd phase: Commissioner      |     
  • 24 dengue patients hospitalised in 24 hrs     |     
  • BNP expels 4 more leaders for contesting Upazila polls     |     
  • India making efforts to keep Bangladesh under control: Fakhrul     |     

উত্তর কোরিয়ার উপর জাতিসংঘের নিষেধাজ্ঞার বিরুদ্ধে চীন এবং রাশিয়ার ভেটো

গ্রীণওয়াচ ডেস্ক কৌশলগত 2022-05-28, 7:44am

20220527_n03_1119205_l-e1a3b1d614e869280bc645df92d0e1261653702281.jpg




মার্কিন কূটনীতিকরা উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য সেদেশের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন। তবে, বৃহস্পতিবার চীন এবং রাশিয়া তাদের প্রচেষ্টাকে রুখে দিয়েছে।

নিরাপত্তা বিশ্লেষকরা সতর্ক করে দিয়েছিলেন যে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দক্ষিণ কোরিয়া এবং জাপান সফর চলাকালীন উত্তর কোরীয়রা একটি পরমাণু বা ক্ষেপণাস্ত্র পরীক্ষা পরিচালনা করতে পারে।

উত্তর কোরীয় কর্তৃপক্ষগুলো বুধবার একটি আন্ত:মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলে মনে করা ক্ষেপণাস্ত্র সহ জাপান সাগর অভিমুখে ৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই নিক্ষেপণ বাইডেন টোকিও থেকে রওনা হওয়ার পর পরই সংঘটিত হয়।

মার্কিন প্রতিনিধিরা উত্তর কোরিয়ায় অশোধিত জ্বালানি তেল এবং পরিশুদ্ধ পেট্রোলিয়ামজাত পণ্য সরবরাহ কমিয়ে দেয়ার জন্য একটি খসড়া প্রস্তাব প্রণয়ন করে এবং তারা উত্তর কোরীয় হ্যাকারদের সম্পদ জব্দ করতেও চাইছেন। জাতিসংঘের কর্মকর্তারা মনে করেন যে, দেশটি তাদের অস্ত্র কর্মসূচির তহবিল সংগ্রহের জন্য সাইবার হামলার মাধ্যমে অর্থ সংগ্রহ করছে।

উল্লেখ্য, রুশ রাষ্ট্রদূত এইসব নিষেধাজ্ঞাগুলোর ব্যবহারকে “আদিম” বলে বর্ণনা করেন। অন্যদিকে চীনা রাষ্ট্রদূত সংলাপের মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধানে ব্যর্থতার জন্য আমেরিকানদের সমালোচনা করেন। তথ্য সূত্র এনএইচকে ওয়াল্ড বাংলা।