News update
  • Flash flood alerts issued for northeastern districts      |     
  • A free press is not a choice, but a necessity: Guterres      |     
  • Thousands evacuate homes after volcanic eruptions in Indonesia     |     
  • Southern China road collapse kills 19: state media     |     
  • ‘Very severe heat wave’ grips 7 districts : BMD     |     

আগামী মাস থেকে বিদেশি পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছে জাপান

গ্রীণওয়াচ ডেস্ক পর্যটন 2022-05-28, 7:40am

img_20220528_073732-9886ce64ed454f50615d44e62d1b92b01653702039.jpg




জাপানে আগামী মাস থেকে আবার বিদেশি পর্যটকদের স্বাগত জানাতে আরম্ভ করার প্রস্তুতি গ্রহণের মধ্যে সরকার পৃষ্ঠপোষিত গাইডেড ট্যুরে অংশ নিতে বিদেশি পর্যটকদের ছোট ছোট গ্রুপ এদেশে এসে পৌঁছচ্ছে।

অস্ট্রেলিয়ার এক পর্যটন এজেন্সি থেকে আসা একজন অংশগ্রহণকারী বলেন, “আমরা আশা করছি জাপানে বিদেশিদের পর্যটন আবার আরম্ভ হতে চলায় জাপানিরা আবেগ আপ্লুত”।

জাপানের পর্যটন এজেন্সি বলে যে বিদেশি পর্যটকদের এই পরীক্ষামূলক পর্যটন থেকে যে তথ্য সংগ্রহ করা যাবে, তা হোটেল এবং পর্যটন সংক্রান্ত অন্যান্য ব্যবসার জন্য কোভিড-১৯ সম্পর্কিত নির্দেশাবলী চূড়ান্ত করতে সরকারকে সাহায্য করবে।

জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও বৃহস্পতিবার ঘোষণা করেন যে তার দেশ ১০ই জুন থেকে বিদেশি পর্যটকদের আবার স্বাগত জানাতে আরম্ভ করবে।

মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন সহ প্রায় ১০০টি দেশ ও অঞ্চলের পর্যটকরা প্যাকেজ ট্যুরে জাপান ভ্রমণে আসতে পারবেন। তবে এই গ্রুপগুলোর সাথে গাইড থাকা আবশ্যকীয় করা হয়েছে।

জাপান সরকারের প্রধান মুখপাত্র বলেন যে তারা বিদেশি পর্যটকদের ট্যুর পুনরায় আরম্ভের ব্যাপারে সতর্ক মনোভাব পোষণ করছেন। মাৎসুনো হিরোকাযু শুক্রবার সাংবাদিকদের বলেন, মোট কত জন বিদেশি পর্যটক জাপানে আসতে পারবেন, সে ব্যাপারে সরকার সব দিক বিবেচনা করে উপযুক্ত সিদ্ধান্ত নেবে। তথ্য সূত্র এনএইচকে ওয়াল্ড বাংলা।