News update
  • Waterways gasp for breath in Feni; 244 rivers, canals dying     |     
  • Indian Airstrikes Kill 8 in Pakistan, Mosques Hit     |     
  • Israeli crimes escalate, Gaza faces catastrophic situation     |     
  • $21 trillion spent on secret doomsday bunkers for elite?     |     
  • Cyber Protection Ordinance draft approved in Advisers’ Council     |     

ঈদের চাঁদ দেখার প্রস্তুতির মধ্যেই আংশিক সূর্যগ্রহণের বিরল দৃশ্য!

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2025-03-29, 7:32pm

refewrwe-51dc70d40604c67dd8e55a1c37dc04a81743255174.jpg




আরব অঞ্চলের স্থানীয় সময় দুপুর ২টা ৪৭ মিনিটে আংশিক সূর্যগ্রহণ ঘটেছে। পশ্চিম আরব বিশ্বের কিছু অংশ থেকে এই ঘটনাটি দৃশ্যমান ছিল বলে জানা গেছে।

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র ঘোষণা করেছে, শনিবার (২৯ মার্চ) একটি আংশিক সূর্যগ্রহণ ঘটেছে - যা সূর্যের ৯৪ শতাংশ পর্যন্ত ঢেকে রাখে।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এবছর দু’টি সূর্যগ্রহণ হওয়ার কথা। প্রথমটি ২৯ মার্চ, দ্বিতীয়টি ২১ সেপ্টেম্বর।

বাংলাদেশ সময় ৬টা ৪৩ মিনিটে আজকের সূর্যগ্রহণ শেষ হওয়ার কথা রয়েছে। কিন্তু গ্রহণ চূড়ান্ত পর্বে পৌঁছায় ৪টা ৪৭ মিনিটে। 

বাংলাদেশ থেকে দেখা না গেলেও আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আটলান্টিক এবং উত্তর মহাসাগর থেকে তা দেখা যাবে।

প্রসঙ্গত, সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় চলে এলে চাঁদ যদি সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে বাধা দেয়, তখনই সূর্যগ্রহণ হয়। যদি সূর্যের আলো সম্পূর্ণ বাধাপ্রাপ্ত হয় তাহলে পূর্ণগ্রাস গ্রহণ হয়। অন্যথায় হয় আংশিক সূর্যগ্রহণ। এবারের গ্রহণ আংশিক। 

উল্লেখ্য, এবছর চারটি গ্রহণ হওয়ার কথা। এর মধ্যে মার্চে একটি চন্দ্রগ্রহণ ও একটি সূর্যগ্রহণ। আবার ৭ সেপ্টেম্বর হবে চন্দ্রগ্রহণ। ২১ সেপ্টেম্বর সূর্যের বলয়গ্রাস।