News update
  • Rally held at DU against Israeli Zionism     |     
  • 30 injured, bogies derailed as two trains collide in Gazipur     |     
  • 20 killed in mountain bus accident in Pakistan     |     
  • 70% of envir journalists report attacks, threats, pressure: UN     |     
  • Dhaka air ‘unhealthy’ Friday morning     |     

সুলতানা কামাল আন্তঃজেলা মহিলা সাঁতার প্রতিযোগিতা শুরু

গ্রীণওয়াচ ডেস্ক অন্যান্যক্রীড়া 2022-05-27, 6:55pm

pic-1-45a018a723310dc5146ecd0f810e395f1653656156.jpeg




শুক্রবার (২৭ মে)  সকাল ১১:৩০ মিনিটে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ০২ (দুই) দিন ব্যাপী সুলতানা কামাল আন্তজেলা বয়সভিত্তিক মহিলা সাঁতার প্রতিযোগিতা ২০২২ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী মাহাবুব আরা বেগম গিনি, এমপি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংস্থার সিনিয়র সহ-সভানেত্রী ও সাঁতার সাব-কমিটির আহবায়ক আনজুমান আরা আকসির, সাধারণ সম্পাদিকা প্রকৌশলী ফিরোজা করিম নেলী (ভারপ্রাপ্ত), সদস্য সচিব আয়েশা বেগম সহ সংস্থার কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।

প্রতিযোগিতায় বাংলাদেশের ১৯টি জেলা থেকে সর্বমোট ১১৪ জন খেলোয়াড় বয়সভিত্তিক ৩টি গ্রুপে (ক-গ্রুপ ০৮ ১০ বছর, গ-গ্রুপ ১১-১২বছর ও গ গ্রুপ ১৩-১৪ বছর) ৯টি ইভেন্টে অংশগ্রহণ করছে। ইভেন্টসমূহ হলোঃ ১০০মিঃ ব্যাক স্ট্রোক, ৫০মিঃ ব্রেস্ট স্ট্রোক, ১০০মিঃ ফ্রি স্টাইল, ১০০ মিঃ বাটার ফ্লাই, ৫০মিঃ ফ্রি স্টাইল, ১০০ মিঃ ব্রেস্ট স্ট্রোক, ২০০ মিঃ ইনডিভিজুয়াল মিডেলে, ৫০ মিঃ বাটারফ্লাই ৫০ মিঃ ব্যাক স্ট্রোক, ১০০ মিঃ ফ্রি স্টাইল।

অংশগ্রহণকারী জেলা দলসমূহ বান্দারবান, রংপুর, ঝিনাইদহ, চাঁপাইনবাবগঞ্জ চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, গাইবান্ধা, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, ভোলা, বাগেরহাট, রাজবাড়ি, মাদারীপুর, ঢাকা, হবিগঞ্জ, লক্ষ্মীপুর, শরিয়তপুর।

আগামী শনিবার (২৮ মে) বিকাল ৪টায় পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর সচিব মেজবাহ উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার প্রদান করবেন। বিজ্ঞপ্তি।