News update
  • MM records hottest ever April temperature of 48.2C: weather dept     |     
  • Kenya dam bursts, killing at least 42: governor     |     
  • Israeli airstrikes on Rafah kill at least 22 people     |     
  • PM Hasina returns home after six-day Thailand visit     |     
  • Heatwave spoils potatoes imported from India via Hili land port     |     

সর্বোচ্চ রান ম্যাথুজের, দ্বিতীয়-তৃতীয়স্থানে মুশফিক-লিটন

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2022-05-27, 6:42pm

image-43741-1653654036-60746a4813e3e471f0cae54347eb74b01653655330.jpg




আজ শেষ হওয়া বাংলাদেশ-শ্রীলংকা দুই ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ রান করেছেন  লংকান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুজ।

২ টেস্টের ৩ ইনিংসে ব্যাট করে ২টি সেঞ্চুরিতে ৩৪৪ রান করে সিরিজ সেরাও হয়েছেন ম্যাথুজ। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৯৯ রান ও দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে অপরাজিত ১৪৫ রানের ইনিংস খেলেছেন তিনি। সিরিজে তার ব্যাটিং গড়- ১৭২।

ম্যাথুজের পর দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন যথাক্রমে  বাংলাদেশের মুশফিকুর রহিম ও লিটন দাস। ৩ ইনিংসে ৩০৩ রান করেছেন মুশফিক। দুই  টেস্টেই সেঞ্চুরি করেছেন তিনি । প্রথম টেস্টে ১০৫ ও দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে অপরাজিত ১৭৫ রান করেন মুশফিক। চট্টগ্রামে প্রথম টেস্টে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন মুশফিক। সিরিজে মুশফিকের ব্যাটিং গড়- ১৫১ দশমিক ৫০।

২টি হাফ-সেঞ্চুরি ও ১টি সেঞ্চুরিতে ৩ ইনিংসে ২৮১ রান করেছেন লিটন। প্রথম টেস্টে ৮৮ রানে থামলেও, দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি পর্নে করে ১৪১ রান করেন তিনি। দ্বিতীয় ইনিংসে ৫২ রানের ইনিংস খেলা লিটনের   ব্যাটিং গড় ৯৩ দশমিক ৬৬।

সিরিজে চতুর্থ সর্বোচ্চ রান শ্রীলংকার দিনেশ চান্ডিমালের। ৩ ইনিংসে ১টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে ২২৯ রান করেছেন তিনি। ২টি হাফ-সেঞ্চুরিতে ১৪৮ রান করেন শ্রীলংকার অধিনায়ক দিমুথ করুনারতে।

বাংলাদেশ-শ্রীলংকা টেস্ট সিরিজে সেরা পাঁচ ব্যাটার :

ব্যাটার    ম্যাচ    ইনিংস    রান    গড়    ১০০    ৫০

অ্যাঞ্জেলো ম্যাথুজ (শ্রীলংকা)    ২    ৩    ৩৪৪    ১৭২.০০    ২    ০

মুশফিকুর রহিম (বাংলাদেশ)    ২    ৩    ৩০৩    ১৫১.৫০    ২    ০

লিটন দাস (বাংলাদেশ)    ২    ৩    ২৮১    ৯৩.৬৬    ১    ২

দিনেশ চান্ডিমাল (শ্রীলংকা)    ২    ৩    ২২৯    ১১৪.৫০    ১    ১

দিমুথ করুনারতে (শ্রীলংকা)    ২    ৩    ১৪৮    ৪৯.৩৩    ০    ২

তথ্য সূত্র বাসস।