News update
  • Dhaka’s air again turns ‘unhealthy’ Thursday morning     |     
  • SC reinstates caretaker govt system in BD Constitution     |     
  • Bangladesh can't progress sans women’s safety online & offline      |     
  • U.S. trade deficit drops 24% in Aug as tariffs reduce imports     |     

কলাপাড়ায় জুলাই যোদ্ধা কাফির বাড়িতে জেলা প্রশাসন

Admin1 2025-09-30, 10:25pm

adc-general-of-patuakhali-on-tuesday-visited-the-home-of-july-veteran-kazi-and-saw-his-parental-house-that-was-burnt-in-fire-5c188e8569e92273e7255976519a29c61759249551.jpg

ADC General of Patuakhali on Tuesday visited the home of July veteran Kazi and saw his parental house that was burnt in fire.



পটুয়াখালী: আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর, জুলাই  যোদ্ধা  নুরুজ্জামান কাফিকে পরিপূর্ন ক্ষতিপূরন পাইয়ে দেয়ার লক্ষ্যে পুড়িয়ে দেয়া বাড়ি পরিদর্শন করেছে পটুয়াখালী জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় জেলার কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামে তার ক্ষতিগ্রস্ত পৈত্রিক বাড়ি পরিদর্শন করে জেলা প্রশাসন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দীন, কলাপাড়ার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক, উপজেলা বিএনপি'র সভাপতি হাজী হুমায়ুন সিকদার প্রমূখ।

পরিদর্শন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দিন বলেন, দ্রুত সময়ের মধ্যে কাফির পরিপূর্ন ক্ষতিপূরন পাওয়ার জন্য সরকারের কাছে প্রতিবেদন দাখিল করা হবে।

তবে নুরুজ্জামান কাফি দু:খ করে বলেন, দীর্ঘ ৮ মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত আমি সরকার থেকে কোন ক্ষতিপূরণ পাইনি।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারী ২০২৫ দিবাগত রাতে কাফির বাড়িটি আগুনে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এসময় বাড়িতে তার পিতা, মাতা সহ স্বজনরা থাকলেও তারা ঘর থেকে নিরাপদে বের হয়ে আসেন। পরে এ ঘটনায় কলাপাড়া থানায় মামলা করেন কাফি।  অভিযুক্ত শাহাদাৎ হাওলাদার (২২) ও মাহফুজ মোল্লা (২১) নামের দুই যুবক এ মামলায় আটক হয়ে জেল হাজতে রয়েছেন। - গোফরান পলাশ