News update
  • US Issues Travel Alert for Bangladesh Ahead of Election     |     
  • Air ambulance carrying bullet-hit Hadi flies for Singapore     |     
  • Can Dhaka’s arms recovery drive ensure peaceful polls?     |     
  • ‘Unhealthy’ air quality recorded in Dhaka Monday morning     |     
  • BD peacekeepers' deaths: UN chief calls Dr. Yunus, offers condolence     |     

ইলন মাস্ককে প্রয়োজনে রাজনৈতিক আশ্রয় দিতে পারে রাশিয়া

রুশ আইনপ্রণেতার মন্তব্য

সংঘাত 2025-06-07, 5:20pm

98e3536c6e4c8e51d1160284cf7a8c830734e6dd65823277-5eb6ae1f7a5ed6f50be590c3db6660e61749295204.jpg




মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রকাশ্য বিরোধের পরিপ্রেক্ষিতে ধনকুবের ইলন মাস্ককে রাশিয়া রাজনৈতিক আশ্রয় দিতে পারে- শুক্রবার (৬ জুন) এমন মন্তব্য করেছেন একজন জ্যেষ্ঠ রাশিয়ান আইনপ্রণেতা। যদিও এই বিরোধ (ট্রাম্প-মাস্ক) থেকে নিজেদের দূরে রাখার কথাই জানিয়েছে ক্রেমলিন।

এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম মস্কো টাইমস। 

এতে বলা হয়, বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি রিপাবলিকান প্রেসিডেন্টের কর ও ব্যয় বিলের সমালোচনা করার পর, ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় থেকে ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ইলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বৃহস্পতিবার একে অপরের বিরুদ্ধে নানা মন্তব্য করেছেন। 

এ ঘটনার পর সংবাদ সংস্থা তাসকে দেয়া বক্তব্যে স্টেট ডুমার (রাশিয়া সরকারের আইনসভার অন্যতম অংশ এবং জাতীয় সংসদের নিম্নকক্ষ হিসেবে পরিচিত) আন্তর্জাতিক বিষয়ক কমিটির প্রথম উপ-চেয়ারম্যান দিমিত্রি নোভিকভ বলেছেন, 

যদি তার (ইলন মাস্ক) প্রয়োজন হয় (রাজনৈতিক আশ্রয়ের), তাহলে অবশ্যই রাশিয়া তা দিতে পারে।

তবে ইলন মাস্ক ‘সম্পূর্ণ ভিন্ন খেলা খেলছেন’ এবং তার কোনো ‘রাজনৈতিক আশ্রয়ের প্রয়োজন হবে না’ বলেও মন্তব্য করেছেন কমিউনিস্ট পার্টির সদস্য নোভিকভ। 

এদিকে শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের কাছে মন্তব্য চাওয়া হলে তিনি এই বিবাদের বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। 

পেসকভ সাংবাদিকদের বলেন, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় এবং আমরা এতে হস্তক্ষেপ করতে চাই না। আমরা নিশ্চিত যে মার্কিন প্রেসিডেন্ট নিজেই এই পরিস্থিতি মোকাবিলা করবেন।

উল্লেখ্য, এর আগে মার্কিন গোপন তথ্য ফাঁসকারী এডওয়ার্ড স্নোডেন এবং ক্রেমলিনপন্থি ব্রিটিশ ব্লগার গ্রাহাম ফিলিপসকে আশ্রয় দিয়েছে রাশিয়া।