News update
  • Can Dhaka’s arms recovery drive ensure peaceful polls?     |     
  • ‘Unhealthy’ air quality recorded in Dhaka Monday morning     |     
  • BD peacekeepers' deaths: UN chief calls Dr. Yunus, offers condolence     |     
  • Bangladesh Plans Rockets, Satellites, and Space Industrial Park     |     
  • India willing to work together inspired by shared sacrifices of past     |     

ভোটের মাঠ সমতল থাকলে রোডম‍্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব: জামায়াত আমির

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-06-07, 5:22pm

a7f045d737994919db2a4fab9a4cca3112fbdd0ee9481f5f-038ea8b980b79d083331cd760ab7e2a01749295356.jpg




জাতি যেন-তেন ভাবে নির্বাচন চায় না। বিচার, সংস্কার, জুলাই ঘোষণাপত্র ও ভোটের সমতল মাঠ থাকলে রোডম‍্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব হবে বলে মন্তব্য করেছেন জামাতের আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৭ জুন) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার‌ ভাটেরা ইউনিয়নে নিজ গ্রাম তুলাপুর পাঁচগাঁও ঈদগাহে সকাল সাড়ে আটটায় ঈদের নামাজ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

জামায়াতের আমির বলেন, পরপর তিনবার মানুষ ভোট দেয়ার সুযোগ পায়নি। এবার নতুন ভোটার যুব সমাজকে ভোটের সুযোগ করে দিতে হবে। প্রধান উপদেষ্টা আমাদের কোনো সহযোগিতা চাইলে আমরা সহযোগিতা করব। তবে দেশের সংকট শেষ হওয়া খুবই জরুরি।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগরী আমির  ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মো. ফখরুল ইসলাম, মৌলভীবাজার পৌর আমির হাফেজ মাওলানা সাইদুল, ইসলাম ছাত্রশিবিরের জেলা সভাপতি মো. নিজাম উদ্দিন, ভাটেরা ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল করিম ও ওয়ার্ড মেম্বার আব্দুল লতিফ প্রমুখ।

ঈদ জামাতের আগে ডা. শফিকুর রহমান কোরবানি থেকে ত্যাগের শিক্ষা নিয়ে একটি কল্যাণকর নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান। নামাজ শেষে গ্ৰামের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।