News update
  • Christmas in Bangladesh Thursday     |     
  • Bangladesh Bars Internet Shutdowns, Restores BTRC Autonomy     |     
  • Tarique Rahman Leaves London for Bangladesh After 17 Years     |     
  • Govt welcomes Tarique Rahman’s return, assures full coop     |     
  • BNP strikes polls deal with 7 more partners, reserves 8 seats     |     

কলাপাড়ায় ছাত্রলীগের সভাপতি মুসা, সম্পাদক অমি

রাজনীতি 2024-06-15, 9:58pm

kalapara-bcl-president-and-general-secretary-with-state-minister-mohibur-rahman-mohib-a2bb2af1ae6092546928a463c4f486db1718467113.jpg

Kalapara BCL president and general secretary with state minister Mohibur Rahman Mohib.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান মুসা ও সাধারণ সম্পাদক হাসানুজ্জামান অমি গাজী। শুক্রবার সন্ধ্যায় জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক তানভির হাসান আরিফ স্বাক্ষরিত এক প্রেস নোটে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে আগামী এক বছরের জন্য ছাত্রলীগের এ নতুন কমিটির তথ্য জেলা থেকে পোস্ট করার পর পর নবাগত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে শহরে আনন্দ মিছিল করে ছাত্রলীগ। মিছিল শেষে ছাত্রলীগ সভাপতি মোঃ মিজানুর রহমান মুসা ও সাধারণ সম্পাদক হাসানুজ্জামান অমি গাজী ফুলের তোড়া নিয়ে দেখা করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান এমপি'র বাসভবনে। 

এসময় ছাত্রলীগ নেতৃবৃন্দকে পড়াশুনার পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পরামর্শ দেন দুর্যোগ প্রতিমন্ত্রী। যাতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ছাত্রলীগের প্রতিটি নেতা, কর্মী অগ্রনী ভূমিকা রাখতে পারে। - গোফরান পলাশ