
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে রাজনৈতিক সভা, জনসভা, নির্বাচনী প্রচারণা, গ্রেপ্তার–পূর্ব সময়, নির্বাসনে লন্ডন থেকে ভিডিও কনফারেন্স, এমনকি দেশে প্রত্যাবর্তনের সময় সাদা পোষাকে দেখা গেছে। তাকে কখনো সাদা টি–শার্ট, কখনো সাদা শার্টের সঙ্গে বিভিন্ন রঙের ব্লেজারে দেখা গেছে। তিনি সাদা পোশাক পরেন, এটি কেবল একটি রুচির বর্হিপ্রকাশ নয়, বরং সময়ের সঙ্গে গড়ে ওঠা একটি ভিজুয়াল সিগনেচারও।
ফ্যাশন ও ইমেজ বিশ্লেষকদের মতে, কোনো নেতা যখন বারবার একই রঙ বা স্টাইল ব্যবহার করেন, তখন সেটি ধীরে ধীরে তার পরিচয়ের অংশ হয়ে ওঠে। দর্শক অবচেতনে সেই রঙকে ব্যক্তিত্বের সঙ্গে যুক্ত করে ফেলে। তারেক রহমানের সাদা পোশাক সেই কাজটিও করছে বলেও ধারণা তাদের।
ফ্যাশন সেমিওটিক্স, অর্থাৎ পোশাকের সামাজিক অর্থ বিশ্লেষণের ভাষায়, সাদা রঙ মানে কেবল সৌন্দর্য নয়। এটি স্বচ্ছতা, নিরপেক্ষতা, নৈতিকতা ও বিশ্বাসযোগ্যতাকে ইঙ্গিত করে।
এ ছাড়া, সাদা রঙ নিজের দিকে নজর টানে না; বরং দর্শকের চোখ সরিয়ে দেয় বক্তার মুখ, ভাষা ও বক্তব্যের দিকে। ফলে নেতা ও দর্শকের মধ্যে পোশাকজনিত কোনো দূরত্ব তৈরি হয় না।
মনোবিজ্ঞানে Enclothed Cognition নামে একটি ধারণা ধারণা অনুযায়ী, মানুষ যে পোশাক পরে, তা তার আচরণ ও মানসিক অবস্থাকেও প্রভাবিত করে। সাদা রঙকে যেহেতু পরিচ্ছন্নতা ও বিশ্বাসযোগ্যতার সঙ্গে যুক্ত করা হয়। ফলে সাদা পোশাক শুধু দর্শকের কাছে নয়, নেতার নিজের ভেতরেও দায়িত্বশীলতা ও সংযমের অনুভূতি তৈরি করতে পারে।