ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল হালিম (৪৮) নামে এক কৃষক নিহত হয়েছে। শনিবাার সকাল ৭টার দিকে মাঠের একটি পুকুরের শিয়াল মারার জন্য ছড়িয়ে রাখা তারে বিদ্যুৎস্পৃষ্টে সে মারা যায়।
আব্দুল হামিদ উপজেলার গোপিনাথপুর গ্রামের মজিবর বিশ্বাসের ছেলে।
তবে, পুকুরের মালিক একই এলাকার খোারশেদ হোসেন বলছেন, শিয়াল ঠেকাতে একটি চিকন তার ছড়িয়ে রেখেছিলাম, এতে মানুষ মরার কথা না কিন্তু কিভাবে মারা গেল আমি বুঝতে পারছি না।
কালীগঞ্জ থানার তদন্ত অফিসার এসআই প্রকাশ কুমার জানান, ঘটনাস্থলে পৌছে সত্যতা পেয়েছি। এখন পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে।