News update
  • Hadi is no more, state mourning on Saturday: CA     |     
  • Bangladesh capital market falls; weekly turnover lowest     |     
  • Sharif Osman Hadi No More     |     
  • Tarique Rahman to Return Home With Daughter on Dec 25     |     
  • ILO praises Bangladesh’s labour reforms, new milestones     |     

সিলেটে চা-শ্রমিকের বেশে দুই অধিনায়ক

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-12-04, 5:03pm

img_20241204_170101-d48f187aba0f004960ce1338a4c38ef11733310212.jpg




বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন ও ফটোসেশন অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের দেখে অবাক হয়েছিলেন আইরিশ অধিনায়ক গ্যাবি লুইস। এবার টি-টোয়েন্টি সিরিজের আগে আরও একটি নতুন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তিনি।

আগামীকাল (বৃহস্পতিবার) টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে দুই দল। এর আগে বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে ১৭০ বছরের পুরোনো সিলেটের ঐতিহ্যবাহী মালনীছড়া চা-বাগানে টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন করেন দুই দলের অধিনায়ক।

এ সময় চা-শ্রমিকের বেশে হাজির হন নিগার সুলতানা জ্যোতি ও গ্যাবি লুইস। মূলধারার জনগোষ্ঠীর তুলনায় চা-শ্রমিকদের জীবনমান অনেক পিছিয়ে। বছরের পর বছর চা প্রিয় বাঙালির তৃষ্ণা মিটিয়েও ন্যায্য মজুরি মেলে না নিরীহ চা-শ্রমিকদের। তাই তাদের স্মরণ করেছে জ্যোতিরা।

এর আগে, ওয়ানডে সিরিজ চলাকালীন সময়ে মিরপুরে আইরিশ মেয়েদের জন্য রিকশাভ্রমণের সুযোগ করে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সিরিজের প্রথম ম্যাচ আগামী ৫ ডিসেম্বর, দ্বিতীয় ম্যাচ ৭ ডিসেম্বর ও তৃতীয় তথা সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ ডিসেম্বর। সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

প্রথম দুই টি-টোয়েন্টির জন্য বাংলাদেশ স্কোয়াড:

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মণি, রাবেয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস সুমনা, তাজ নাহার, সানজিদা আক্তার মেঘলা।

রিজার্ভ- দিশা বিশ্বাস, শামিমা সুলতানা, শারমিন সুলতানা।